Purulia News: দুর্গাপুজোর আগে নয়া চমক পুরুলিয়ায়! ছেলেদের রূপচর্চায় নতুন মাত্রা যোগ করল এই সেলুন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
পুজো মানেই দেদার কেনাকাটার পাশাপাশি চলে রূপচর্চা। বর্তমানে মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ছেলেরাও নিজেদের ত্বকের যত্ন নিয়ে থাকেন। তাই দুর্গাপুজোর আগেই পুরুলিয়াবাসীদের জন্য নয়া চমক আনল একটি সেলুন।
পুরুলিয়া: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বাঙালির প্রিয় উৎসব শারদীয়ার শুরু। আর পুজো মানেই দেদার কেনাকাটার পাশাপাশি চলে রূপচর্চা। বর্তমানে মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ছেলেরাও নিজেদের ত্বকের যত্ন নিয়ে থাকেন। তাই দুর্গাপুজোর আগেই পুরুলিয়াবাসীদের জন্য নয়া চমক আনল একটি সেলুন।
পুরুলিয়াতে এই প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ছেলেদের রূপচর্চার ব্যবস্থা করা হল। পুরুলিয়া শহরের রাচি রোডে দুলালের চায়ের দোকানের নিকটেই খোলা হয়েছে একটি অত্যাধুনিক মানের সেলুন। এই সেলুনে রয়েছে হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ মেশিন, একইসঙ্গে পেডিকিওর উইথ ব্যাক ম্যাসাজ মেশিন। পাশাপাশি মেশিনের মাধ্যমে হাইড্রফিশিয়াল ফেসিয়ালেরও ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
পুরুলিয়াতে এই ধরনের উন্নত মানের সেলুন নেই। এই প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রূপচর্চার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সেলুন কর্তৃপক্ষ জানিয়েছেন , পুরুলিয়া শহরে এই ধরনের উন্নত মানের মেশিন দিয়ে ছেলেদের রূপসজ্জা আগে করা হয়নি। এতে অনেকটাই উপকৃত হবেন সকলে।
advertisement
পুরুষ হোক কিংবা মহিলা। নিজেকে সুন্দর রাখতে কেনা পছন্দ করে। তাই বর্তমানে মেয়েদের পার্লারের পাশাপাশি ছেলেদের সেলুনের যথেষ্ট ভিড় দেখতে পাওয়া যায়। পুজোর আগে পুরুলিয়াতে এই নয়া চমকে অনেকটাই উৎসাহিত জেলার যুবকেরা।
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2023 1:30 PM IST