Coronavirus: এবার কি করোনার নিশানায় বেশি করে প্রসূতিরা? পুরুলিয়ার ঘটনা কিন্তু চিন্তা বাড়াচ্ছে
- Published by:Salmali Das
Last Updated:
Coronavirus: তবে ফের রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসছে। সম্প্রতি , পুরুলিয়া জেলায় নতুন বছরের শুরুর দিনেই করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসে।
পুরুলিয়া : দীর্ঘ প্রায় দুটো বছর করোনা আবহে বিপর্যস্ত হয়ে উঠেছিল মানুষের জীবন। করোনা পরিস্থিতি সামলে উঠে ধীরে , ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে মানবজীবন। তবে ফের রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে আসছে। সম্প্রতি , পুরুলিয়া জেলায় নতুন বছরের শুরুর দিনেই করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আসে। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় সর্বত্র।
পুরুলিয়া দেবেন মাহাত মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে এক প্রসূতি মহিলা করোনায় আক্রান্ত হন। সূত্র মারফত জানা গিয়েছে , পুরুলিয়া দেবেন মাহাত মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে এক প্রসূতি মহিলা জ্বর , সর্দি, কাশির উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে আসেন। চিকিৎসকদের সন্দেহ হয় ওই মহিলা করোনা আক্রান্ত। সেই মত চিকিৎসকেরা করোনা পরীক্ষা করান ওই প্রসূতি মহিলার। চিকিৎসকদের সন্দেহ মতই ওই প্রসূতি মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই ওই মহিলাকে আলাদা একটি ঘরে রাখা হয়।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়া দেবেন মাহাত মেডিকেল কলেজ ও হাসপাতালে এমএসভিপি সুকমল বিষয় বলেন, ’নতুন করে প্রসূতি মহিলার করোনা আক্রান্তের খবর পাওয়ার পর তাকে আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে। নতুন করে করানো সংক্রমণ নিয়ে চিন্তার কোন কারণ নেই। করোনা ছিল , করোনা আছে ও পরবর্তী দিনেও থাকবে। মানুষকে -এর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে। মানুষকে নিজেকে সচেতন থাকতে হবে। জ্বর, সর্দি, কাশি হলে পরীক্ষা করাতে হবে। এবং অতি অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।’
advertisement
সম্প্রতি আবারও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য মন্ত্রকের কপালে। গত মার্চ মাসে তুলনায় এপ্রিলে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে খবর মিলেছে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। তাই মানুষকে বারংবার সচেতন থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 8:46 PM IST