Purulia News: বর্ষায় ধসে গিয়েছিল বেলডি সেতু, তিন মাসেও হল না সংস্কার

Last Updated:

বর্ষাকালে তীব্র বর্ষণে ধসে গিয়েছিল পুরুলিয়ার বেলডি সেতু। কিন্তু গত তিন মাসেও সেতু সংস্কার না হওয়ায় চলাচলের ক্ষেত্রে ভোগান্তির মুখে পড়ছে মানুষজন

+
সংস্কার

সংস্কার হল না বেলডি সেতুর

পুরুলিয়া: তীব্র বর্ষণের জেরে ধসে গিয়েছিল আড়শা ব্লকের বেলডি সেতু। যার ফলে গত তিন মাস ধরে বন্ধ আছে সেতু পারাপার। এতে বিপাকে পড়েছে বহু মানুষ। এই সেতুর উপর দিয়ে নিত্য অসংখ্য মানুষ যাতায়াত করতেন। কিন্তু সেতু বন্ধ থাকায় তাঁদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
আড়শা থেকে পুরুলিয়া শহরে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই বেলডি সেতু। গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ হয়ে থাকার কারণে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। এতে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ। এই নিয়ে পথ চলতি মানুষেরা বলেন, বর্ষার সময় থেকে বেহাল অবস্থায় পড়ে আছে এই সেতুটি। বড় গাড়ি বা ভারী যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সাইকেল বা বাইক নিয়ে চলাচল করতে গিয়েও অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব এই সেতু সংস্কারের দাবি তোলা হয়েছে।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত বলেন, বর্ষার জন্য নদীতে জল ছিল। তাই সেতু সংস্কার করা সম্ভব হয়নি। নদীর জল বর্তমানে কিছুটা কমছে। দ্রুত এই সেতু সংস্কার করা জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, বাম আমলে আড়শার সঙ্গে পুরুলিয়ার যোগযোগ ব্যবস্থা সুদৃঢ় করতে তৈরি করা হয়েছিল বেলডি সেতু। যদিও নির্মাণের পর থেকে এর রক্ষণাবেক্ষণ হয়নি। সংস্কার অভাবে ক্রমশই দুর্বল হয়ে পড়ে সেতুর কাঠামো। আর তাতেই বর্ষায় সেতুর গোড়া থেকে মাটি সরে গিয়ে একটা অংশে ধস নামে। আর এর জেরেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এই সেতুর উপর দিয়ে। তিন মাস হয়ে গেলেও গুরুত্বপূর্ণ এই সেতু সংস্কার করা হয়নি।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: বর্ষায় ধসে গিয়েছিল বেলডি সেতু, তিন মাসেও হল না সংস্কার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement