Purulia News: দীর্ঘদিন ধরে করুণ দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, আতঙ্কে এলাকাবাসীরা!

Last Updated:

শিশুদের শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা একটি অংশ হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেখানে রোজ হাজির হয় একরত্তির খুদেরা। কেউ বাবা-মায়ের কোলে চড়ে কেউবা গুটি, গুটি পায়ে হেঁটে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে যায়। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরই বিপদজনক অবস্থা।

+
title=

#পুরুলিয়া : শিশুদের শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা একটি অংশ হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেখানে রোজ হাজির হয় একরত্তির খুদেরা। কেউ বাবা-মায়ের কোলে চড়ে কেউবা গুটি, গুটি পায়ে হেঁটে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতে যায়। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রেরই বিপদজনক অবস্থা। আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের বামুনডিহা ১নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের করুণ দশা। দেওয়ালের চারদিকে ফাটল, সরে গিয়েছে পিলার, ফেটে গিয়েছে মেঝে সহ দেওয়াল ও ছাদের সংযোগস্থলের অংশ। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই পঠনপাঠন চলছে খুদে পড়ুয়াদের। যেকোনো সময় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটে যেতে পারে বড়সড়ো দুর্ঘটনা। আতঙ্কিত অভিভাবকেরা।
জানা গিয়েছে, অধিকাংশ অভিভাবক তাদের শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানো বন্ধ করে দিয়েছে। বারবার প্রশাসনের দারস্ত হয়েও কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ৫০ জন পড়ুয়া রয়েছে। এখানে ৫ বছর পর্যন্ত শিশুদের পুষ্টিকর খাবার, লেখাপড়ার ব্যবস্থা করা হয় এরই পাশাপাশি প্রতি বৃহস্পতিবার গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এহেন করুন দশায় পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে। মুখ ফিরিয়ে নিয়েছেন বহু প্রসূতি মহিলারা।
advertisement
আরও পড়ুনঃ শিশু অধিকার দিবসের সমাপ্তি অনুষ্ঠান পালিত হল জেলাশাসক দফতরে
২০১৮ সালে তৎকালীন আড়শা ব্লকের বিডিও অমিত গায়েন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করে গিয়েছিলেন। তারপরেও হাল ফেরেনি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। এতগুলো বছর কেটে গেলেও হয়নি কোনো সংস্কার। বর্তমানে পরিস্থিতি আরো দুর্বিসহ হয়ে উঠেছে। কবে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল ফিরবে? কবে প্রশাসন উদ্যোগ নেবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বাচ্চাদের উপযোগী করার জন্য সেদিকেই তাকিয়ে রয়েছেন অভিভাবকেরা।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: দীর্ঘদিন ধরে করুণ দশা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের, আতঙ্কে এলাকাবাসীরা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement