Purulia News: বোর্ড গঠনের জন্যই জোট হল কংগ্রেস ও তৃণমূলের? কলমা গ্রাম পঞ্চায়েতে বড় ঘটনা!
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Purulia News: এই কলমা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩টি, যার মধ্যে কংগ্রেস পেয়েছিল ৬টি আসন, তৃণমূল পেয়েছিল ৪টি আসন, আজসু পার্টি পেয়েছিল ৪টি আসন।
পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের ঘোষণার পর রাজ্য জুড়ে দেখা গিয়েছে ঘাসফুলের জোয়ার। সমস্ত জায়গাতেই বর্তমানে চলছে বোর্ড গঠন। তৃণমূলের সমর্থনে পুরুলিয়ার কলমা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল কংগ্রেস। এক কথায় কংগ্রেস ও তৃণমূলের জোট হল এই কলমা গ্রাম পঞ্চায়েতে।
পুরুলিয়ার ঝালদা ১ নম্বর ব্লকের অন্তর্গত কলমা গ্রাম পঞ্চায়েত। এই কলমা গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৩টি, যার মধ্যে কংগ্রেস পেয়েছিল ৬টি আসন, তৃণমূল পেয়েছিল ৪টি আসন, আজসু পার্টি পেয়েছিল ৪টি আসন। আর এই গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করে কংগ্রেসের প্রধান নির্বাচিত হন চৈতন বাগতি ও উপপ্রধান নির্বাচিত হন তৃণমূলের অনাথ বন্ধু মাহাতো।
advertisement
advertisement
এ বিষয়ে নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান চৈতন বাগদি জানান, তৃণমূলের সমর্থনে কংগ্রেসের বোর্ড গঠন করেছে। এলাকার উন্নয়নের জন্য সমস্ত কাজ আগামী দিনে করা হবে। এরপর আমরা একসঙ্গে এলাকার উন্নয়ন করব।
নির্বাচিত উপপ্রধান অনাথ বন্ধু মাহাত বলেন , তৃণমূল ও কংগ্রেস যৌথভাবে এখানে পঞ্চায়েতে বোর্ড গঠন করল। এক প্রকার তৃণমূল ও কংগ্রেসের জোট বলা যেতেই পারে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দল বদলের হিড়িক দেখা গিয়েছে গোটা রাজ্যে। এবার ঝালদার কলমা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ও কংগ্রেস একসঙ্গে বোর্ড গঠন করে উন্নয়নের শরিক হতে চাইছে।
advertisement
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 13, 2023 12:07 PM IST






