East Medinipur News: নার্সারি থেকে মাছ চাষ! সিএডিসি-র উদ্যোগে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী মহিলারা
- Published by:Sanchari Kar
- hyperlocal
Last Updated:
East Medinipur News: সিএডিসি প্রজেক্টের বিভিন্ন কাজের পাশাপাশি এখন জোর দেওয়া হয়েছে টমেটো সস বা কেচআপ তৈরিতে। সিএডিসি তমলুক প্রোজেক্টে ৩৭জন মহিলা এই কাজের সঙ্গে যুক্ত।
তমলুক: পশুপালন, মাছ চাষ, নার্সারি, মাশরুম চাষের মতো বিভিন্ন কাজের মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা। সিএডিসি প্রজেক্টের বিভিন্ন প্রকল্পে কাজের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা পাচ্ছেন তাঁরা। সিএডিসি প্রজেক্টের বিভিন্ন কাজের পাশাপাশি এখন জোর দেওয়া হয়েছে টমেটো সস বা কেচআপ তৈরিতে। সিএডিসি তমলুক প্রোজেক্টে ৩৭জন মহিলা এই কাজের সঙ্গে যুক্ত। শুধু কেচআপ তৈরি করা নয়, তা বিক্রিও করছেন ওই মহিলারা।
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় সিএডিসি-র উদ্যোগে প্রতি বছর শীতকালীন শাকসবজির পাশাপাশি টমেটো চাষ করে থাকে। টমেটো এ বার অধিক মাত্রায় ফলন হয়েছে কিন্তু বাজারে সে ভাবে দর নেই। তাই টমেটোকে না ফেলে টমেটো থেকেই কেচআপ তৈরি করার কাজ শুরু হয়েছে। আর এই কাজে নিযুক্ত স্বসহায়ক দলের মহিলারা।
এর ফলে এক দিকে যেমন টমেটোকে নষ্ট না করে তা থেকে সস তৈরি করা হচ্ছে, অন্য দিকে গ্রামের মহিলাদের কর্মসংস্থানও হচ্ছে। এ বিষয়ে তমলুক প্রোজেক্টের ডেপুটি ডাইরেক্টর উত্তম লাহা বলেছেন, "এক দিকে অধিক ফলনজাত টমেটো নষ্ট হচ্ছে না, অন্যদিকে আবার গ্রামের মেয়েরাও টমেটো সস তৈরির মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।"
advertisement
advertisement
প্রসঙ্গত সিএডিসি প্রোজেক্টের মাধ্যমে শুধু টমেটো সস নয় সারা বছরই নানা ধরনের কাজ হয়। যেমন পশুপালন, মাশরুম, মাছ চাষ, রঙিন মাছের চাষ, নার্সারি। আর এই সব কাজে নিযুক্ত গ্রামের স্বসহায়ক দলের মহিলারা। ওই মহিলারা বাড়ির কাজের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের কাজের মাধ্যমে আর্থিক উপার্জনও করছেন। ফলে ঘর সংসার চালাতে তাঁদের সুবিধাই হচ্ছে। এ ক্ষেত্রে গ্রামের অর্থনীতির হাল ফেরাতে বড় ভূমিকা পালন করছে সিএডিসি।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 6:16 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: নার্সারি থেকে মাছ চাষ! সিএডিসি-র উদ্যোগে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী মহিলারা