East Medinipur News: লরির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, আহত আর‌ও ১

Last Updated:

এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ভ্যানচালক অনুকূল সাহু। তাঁর বাড়ি মহিষাদলের হরিখালিতে।

+
title=

পূর্ব মেদিনীপুর: আবারও জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের। বুধবার সকালে ১১৬ নম্বর জাতীয় সড়কের কোলাঘাট-হলদিয়া রুটে তমলুকের নিমতৌড়ির কাছে দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হন অপর একজন। আহতকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
পূর্ব মেদিনীপুরে মোট তিনটি জাতীয় সড়ক আছে। মাঝেমধ্যেই এই জাতীয় সড়কগুলিতে দুর্ঘটনা ঘটে। বুধবার সকালেও তেমনই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান ভ্যানচালক অনুকূল সাহু। তাঁর বাড়ি মহিষাদলের হরিখালিতে।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সকালে ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে পরপর কয়েকটি ইট বোঝাই মোটর ভ্যান হলদিয়ার দিক থেকে মেচেদার দিকে যাচ্ছিল। হঠাৎই একটি মোটর ভ্যানের টায়ার ফেটে যায়। চালক অনুকূল সাহু রাস্তার পাশেই ভ্যানটি দাঁড় করিয়ে টাওয়ার বদল করছিলেন। সেই সময়ে দ্রুত গতিতে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক ছুটে এসে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভ্যানচালকের। আরও একজন গুরুতর আহত হন। তাঁকে উপস্থিত বাকিরা দ্রুত তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করেন।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: লরির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু, আহত আর‌ও ১
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement