Tornado in Haldia: ‘ত্রাহি ত্রাহি রব’- প্রবল গরমের মধ্যে হলদিয়ায় টর্নেডো! ভিডিওতে রইল প্রমাণ
- Published by:Debalina Datta
Last Updated:
Tornado in Haldia: সাধারণত কোন স্থানে প্রবল উত্তাপের কারণে নিম্নচাপ সৃষ্টি হলে ওই স্থানের উষ্ণ বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং তখন ওই শূন্য জায়গা পূরণের জন্য চারদিকের শীতল বাতাস দ্রুত বেগে সেই এলাকায় ধাবিত হয়।
হলদিয়া: তীব্র তাপদাহে হাঁসফাঁস সাধারণের জীবন, তার মাঝে হঠাৎ ঘূর্ণিঝড়ের দেখা, আতঙ্কিত হলদি নদী তীরবর্তী হলদিয়া শিল্পাঞ্চলের পথচলতি সাধারণ মানুষ ও কলকারখানার শ্রমিকেরা। কয়েক দিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা দীর্ঘ কয়েক বছরের থেকে অনেকটাই বেশি। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে সর্বত্রই। হলদিয়া শিল্পাঞ্চল শহরে তীব্র দাবদাহ। তারই মধ্যে হঠাৎ এদিন দুপুর বেলায় হলদিয়া সিটি সেন্টার সহ বেশ কিছু এলাকায় টর্নেডোর দেখা যায়।
১৬ এপ্রিল রবিবার দুপুরের পর এই টর্নেডো দেখা যায় হলদিয়া শিল্পাঞ্চল শহরে। প্রথমে সিটি সেন্টার এর কাছে জাতীয় সড়কের পাশেই টর্নেডো দেখা যায়। এরপর আরও কয়েকটি জায়গায় লক্ষ্য করা যায় এই টর্নেডো। একটা নির্দিষ্ট জায়গায় বাতাস ঘুরপাক খাচ্ছে বাতাসের সঙ্গে ধুলো-বালি আবর্জনা দ্রুত বেগে ঘুরে উপরদিকে উঠে যাচ্ছে। তা দেখে বেশ কিছু মানুষ নিজেদের মোবাইল ফোনে ভিডিও এবং ছবি তোলেন। ছবি তুললেও হলদিয়ার বেশ কিছু জায়গায় টর্নেডোর কারণে শিল্পাঞ্চল শহরের কারখানার শ্রমিক ও সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
advertisement
advertisement
তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস আবার কখনও ৪২ ছাড়িয়েছে, এর মধ্যে হঠাৎই ঘূর্ণিপাক, অতিরিক্ত গরমের ফলেই এই ধরনের ঘূর্ণিঝড় বা টর্নেডোর সৃষ্টি হয়েছে।
advertisement
সাধারণত কোন স্থানে প্রবল উত্তাপের কারণে নিম্নচাপ সৃষ্টি হলে ওই স্থানের উষ্ণ বাতাস হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং তখন ওই শূন্য জায়গা পূরণের জন্য চারদিকের শীতল বাতাস দ্রুত বেগে সেই এলাকায় ধাবিত হয়। তখনই টর্নেডো বা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ছোট ছোট আকারে ঘূর্ণিঝড় বা টর্নেডো সৃষ্টি হলে খুব একটা ক্ষয়ক্ষতি হয় না। হলদিয়ায় খুব ছোট ছোট আকারে টর্নেডো বা ঘূর্ণিঝড় দেখা যায়। ফলে কোন কিছু ক্ষয়ক্ষতি হয়নি।
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 4:06 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Tornado in Haldia: ‘ত্রাহি ত্রাহি রব’- প্রবল গরমের মধ্যে হলদিয়ায় টর্নেডো! ভিডিওতে রইল প্রমাণ