Miss India 2023: মিস ইন্ডিয়া নন্দিনী গুপ্তা, চিনে নিন মিস ওয়ার্ল্ডের লড়াইতে ভারতের প্রতিনিধি, রইল নতুন সুন্দরীর ফটো

Last Updated:
Miss India 2023: ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা কোটার মেয়ে৷  ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা সংক্রান্ত প্রত্যাশী পড়ুয়াদের জন্য দেশের অন্যতম বৃহত্তম কোচিং হাব এই কোটা।
1/8
মুম্বই: মিস ইন্ডিয়া ২০২৩ -র বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। জমজমাট অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট উঠল নন্দিনীর মাথায়৷
মুম্বই: মিস ইন্ডিয়া ২০২৩ -র বিজয়ী হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। জমজমাট অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট উঠল নন্দিনীর মাথায়৷
advertisement
2/8
দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রার্নাস আপ হয়েছেন, এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন।  সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যান্ড মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১ তম সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করবেন নন্দিনী গুপ্তা৷
দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রার্নাস আপ হয়েছেন, এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার্স আপ হয়েছেন।  সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যান্ড মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৭১ তম সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করবেন নন্দিনী গুপ্তা৷
advertisement
3/8
১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা কোটার মেয়ে৷  ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা সংক্রান্ত প্রত্যাশী পড়ুয়াদের জন্য দেশের অন্যতম বৃহত্তম কোচিং হাব এই কোটা। সেখান থেকেই এলেন নতুন মিস ইন্ডিয়া৷  নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্টর ডিগ্রি রয়েছে৷
১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা কোটার মেয়ে৷  ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা সংক্রান্ত প্রত্যাশী পড়ুয়াদের জন্য দেশের অন্যতম বৃহত্তম কোচিং হাব এই কোটা। সেখান থেকেই এলেন নতুন মিস ইন্ডিয়া৷  নতুন মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া বিজনেস ম্যানেজমেন্টর ডিগ্রি রয়েছে৷
advertisement
4/8
নন্দিনী জানিয়েছেন তিনি রতন টাটার জীবন দ্বারা অত্যন্ত প্রভাবিত৷  রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। "তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং এর বেশির ভাগই দাতব্য কাজে দান করেন। লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু এত কিছু পরেও তাঁর পা  সর্বদা মাটিতে থাকে"।
নন্দিনী জানিয়েছেন তিনি রতন টাটার জীবন দ্বারা অত্যন্ত প্রভাবিত৷  রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। "তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং এর বেশির ভাগই দাতব্য কাজে দান করেন। লক্ষ লক্ষ মানুষের কাছে তিনি অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু এত কিছু পরেও তাঁর পা  সর্বদা মাটিতে থাকে"।
advertisement
5/8
এছাড়াও বিশ্ব সুন্দরী  প্রিয়াঙ্কা চোপড়াকেও তাঁর দারুণ জীবন ধারার জন্য পছন্দ করেন নন্দিনী৷ তিনি জানিয়েছেন  তাঁকে অনুপ্রাণিত করেন প্রিয়াঙ্কা চোপড়াও।
এছাড়াও বিশ্ব সুন্দরী  প্রিয়াঙ্কা চোপড়াকেও তাঁর দারুণ জীবন ধারার জন্য পছন্দ করেন নন্দিনী৷ তিনি জানিয়েছেন  তাঁকে অনুপ্রাণিত করেন প্রিয়াঙ্কা চোপড়াও।
advertisement
6/8
তিনি অফিসিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজে ক্যাপশন সহ নন্দিনীর বিজয়ী মুহুর্তের একটি ছবি পোস্ট করেছেন, “ওয়ার্ল্ড হিয়ার সি কাম’’- অর্থাৎ বিশ্ব প্রস্তুত থাক, সে আসছে৷ নন্দিনী গুপ্তার সম্পর্কে বলা হয়েছে তাঁর  চৌম্বকীয়, কমনীয়তা, সহনশীলতা এবং সৌন্দর্য্য দিয়ে আমাদের হৃদয় জয় করেছেন৷
তিনি অফিসিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজে ক্যাপশন সহ নন্দিনীর বিজয়ী মুহুর্তের একটি ছবি পোস্ট করেছেন, “ওয়ার্ল্ড হিয়ার সি কাম’’- অর্থাৎ বিশ্ব প্রস্তুত থাক, সে আসছে৷ নন্দিনী গুপ্তার সম্পর্কে বলা হয়েছে তাঁর  চৌম্বকীয়, কমনীয়তা, সহনশীলতা এবং সৌন্দর্য্য দিয়ে আমাদের হৃদয় জয় করেছেন৷
advertisement
7/8
নতুন ফেমিনা মিস ইন্ডিয়াকে উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে৷
নতুন ফেমিনা মিস ইন্ডিয়াকে উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে৷
advertisement
8/8
নন্দিনী ফেমিনা মিস ইন্ডিয়া ৫৯তম সংস্করণ জিতেছে। ইভেন্টে কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডের পারফরম্যান্স দেখা যায়৷
নন্দিনী ফেমিনা মিস ইন্ডিয়া ৫৯তম সংস্করণ জিতেছে। ইভেন্টে কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডের পারফরম্যান্স দেখা যায়৷
advertisement
advertisement
advertisement