তিনি অফিসিয়াল মিস ইন্ডিয়া ইনস্টাগ্রাম পেজে ক্যাপশন সহ নন্দিনীর বিজয়ী মুহুর্তের একটি ছবি পোস্ট করেছেন, “ওয়ার্ল্ড হিয়ার সি কাম’’- অর্থাৎ বিশ্ব প্রস্তুত থাক, সে আসছে৷ নন্দিনী গুপ্তার সম্পর্কে বলা হয়েছে তাঁর চৌম্বকীয়, কমনীয়তা, সহনশীলতা এবং সৌন্দর্য্য দিয়ে আমাদের হৃদয় জয় করেছেন৷