East Medinipur News- তমলুকের রূপনারায়ণ নদীর তীরে আয়োজিত হল রূপনারায়ণ কবিতা উৎসব

Last Updated:

১২ ফেব্রুয়ারি শনিবার তমলুকের রূপনারায়ণ নদীর তীরে আয়োজিত হল রূপনারায়ণ কবিতা উৎসব। তমলুকের একটি ছোট সাহিত্য পত্রিকার গোষ্ঠীর আয়োজনে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হয়

+
রূপনারায়ণ

রূপনারায়ণ কবিতা উৎসব

#তমলুক: ১২ ফেব্রুয়ারি শনিবার তমলুকের রূপনারায়ণ নদীর তীরে আয়োজিত হল রূপনারায়ণ কবিতা উৎসব। তমলুকের একটি ছোট সাহিত্য পত্রিকার গোষ্ঠীর আয়োজনে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন ধরে কবিতা পাঠের আসর বসে তমলুক রূপনারায়ণ নদের পাড়ে। রূপনারায়ণ কবিতা উৎসবের উদ্বোধন করেন কবি ও অসম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক সুমন গুণ। শনিবার হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দুই মেদিনীপুরের পাশাপাশি উত্তর ও দক্ষিণ পরগনার কবিরা উপস্থিত ছিলেন এই রূপনারায়ণ কবিতা উৎসবের কবিতা পাঠের আসরে। রূপনারায়ণ কবিতা উৎসবের আয়োজক পত্রিকা গোষ্ঠীর সম্পাদক প্রদীপ্ত খাটুয়া জানান, "প্রকৃতি ও রূপনারায়ণ তমলুকবাসীর কাছে মায়ের মতো, রূপনারায়ণের কোলেই তমলুক শহর। আমরা চেষ্টা করেছি রূপনারায়ণ নদী তীরে কবিতা উৎসব করার, যা গত বছর থেকে শুরু হয়।রূপনারায়ণের কূলে কবিতা উৎসব বিভিন্ন জেলার কবিদের আনন্দ দিয়েছে। এদিন পত্রিকার তরফ থেকে চারজন কবিকে সম্মাননা জানানো হয়। কবি ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক অংশুমান কর কে কবি সম্মাননা জানানো হয়। কবি দেবব্রত দত্ত কে কবি সম্মাননা জানানো হয়। এছাড়াও দুজন তরুণ কবি কৌশিক গুড়িয়া ও সুমিত পাতিকে কবি সম্মাননা জানানো হয়। কবি সম্মাননা প্রাপক কবি দেবব্রত জানান, রূপনারায়ণের কূলে প্রাকৃতিক পরিবেশে কবিতা পাঠের উৎসব, কবিতা পাঠের আসরকে আলাদা অনুভূতি এনে দেয়। কবি দেবব্রত দত্ত কবি সম্মাননা থেকে প্রাপ্ত অর্থ তুলে দেন সম্পাদক প্রদীপ্ত খাটুয়ার হাতে পত্রিকার উন্নতির জন্য। এদিনের এই কবিতা পাঠের আসরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড়শ জন কবি উপস্থিত ছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News- তমলুকের রূপনারায়ণ নদীর তীরে আয়োজিত হল রূপনারায়ণ কবিতা উৎসব
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement