East Medinipur News: পুলিশের প্রশংসায় পঞ্চমুখ তমলুক
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
চুরি যাওয়া বাইক উদ্ধার করে আসল মালিককে ফিরিয়ে দিয়ে ব্যাপক প্রশংসিত তমলুক থানা
পূর্ব মেদিনীপুর: থানার ভূমিকায় খুশি গাড়ির মালিকেরা। চুরি যাওয়া গাড়ি উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল তমলুক থানার পুলিশ। আর তাতেই খুশি হয়েছেন তাঁরা। অথচ চুরি যাওয়া গাড়ি ফিরে পাবেন এক সময় সেই আশা ছেড়ে দিয়েছিলেন মালিকরা। কিন্তু পুলিশের তৎপরতায় সেই গাড়িগুলি উদ্ধার হয়।
সূত্রের খবর, চুরির প্রায় এক মাসের বেশি সময় পর থানা থেকে নিজেদের গাড়ি ফেরত পেয়ে খুশি তমলুকের গাড়ি মালিকেরা। উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা এলাকায় গত এক মাসের মধ্যে বেশ কিছু গাড়ি চুরি হয়েছিল। তদন্তে নেমে পুলিশ ছ’টি বাইক উদ্ধার করে। উদ্ধারের পর মূল মালিকের হাতে বাইকগুলি তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
প্রথমে একটি বাইক চুরির অভিযোগকে হাতিয়ার করে তদন্তে নামে তমলুক থানার পুলিশ। তাতেই আরও বেশ কিছু চুরি যাওয়া বাইকের হদিশ পান তাঁরা। কাঁকটিয়া বাজার এলাকার একটি ঘর থেকে বাইকগুলি উদ্ধার করে তমলুক থানার পুলিশ। এর পাশাপাশি ওই বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত থাকা কয়েকজনকে গ্রেফতার করা হয়। বর্তমানে ওই বান্দীরা বিচারাধীন।
advertisement
এদিন উদ্ধার হওয়া বাইকগুলির আসল মালিকদের ডেকে পাঠিয়ে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন পুলিশ কর্মীরা। সেখানে সবকিছু ঠিকঠাক থাকার পর বাইক মালিকদের ফিরিয়ে দেওয়া হয় তাঁদের গাড়ি। কাগজপত্র দেখে নেওয়ার পর মোট সাতটি বাইক তুলে দেওয়া হয় ওই বাইক মালিকদের হাতে। বাইকগুলি মালিকদের হাতে তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ। হাজির ছিলেন তমলুক থানার আইসি শান্তনু মণ্ডল। চুরি যাওয়া বাইক ফেরত পেয়ে খুশি বাইক মালিকরা।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 6:00 PM IST