পূর্ব মেদিনীপুর: স্কুল ড্রেস পরে বেড়িয়েও ওরা ক্লাসে গেল না। উল্টে রাস্তার উপর বসে পথ অবরোধ করল। পাঁশকুড়ার একদল ছাত্র-ছাত্রীকে মঙ্গলবার এমনটাই করতে দেখা গেল। পথ অবরোধে সামিল হওয়া ছাত্রছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বারবার অনুরোধ করেও রাস্তা সারাই হয়নি। তাই তারা পথ অবরোধ করতে বাধ্য হয়েছে।
মঙ্গলবার পাঁশকুড়ার দেঁড়িয়াচক পঞ্চায়েতের চাঁইপুর বাজারের কাছে খারাপ রাস্তার প্রতিবাদে পথ অবরোধ করে স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুল পড়ুয়াদের পাশাপাশি এলাকার মানুষেরও অভিযোগ, এলাকার রাস্তা অত্যন্ত খারাপ। স্কুল-কলেজে যাতায়াতের পথে সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। বেশ কয়েকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কাজ হয়নি।
আরও পড়ুন: ভয়ঙ্কর কাণ্ড, চিকিৎসা করাতে হাসপাতালে এসে নিখোঁজ হয়ে গেল রোগী!
অবরোধে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা জানায়, এই রাস্তা দিয়ে কয়েকটি প্রাথমিক ও হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে হয়। খারাপ রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এমন গুরুত্বপূর্ণ রাস্তা সারাইয়ের কোনও উদ্যোগ নেই প্রশাসনের। প্রতিবার ভোট এলে প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ভোট চলে গেলে রাস্তা সারাইয়ের উদ্যোগ দেখা যায় না।
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার চাঁইপুর বাজার থেকে খণ্ডখোলা হাইস্কুল পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটার রাস্তার দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থা। প্রায় প্রত্যেক দিনই ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে। বারে বারে প্রশাসনকে জানিয়ে রাস্তার সংস্কার হয়নি। তাই বাধ্য হয়ে খণ্ডখোলা হাইস্কুলের কিছু ছাত্রছাত্রী পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের এই প্রতিবাদে যোগ দেয় এলাকার মানুষ ও অভিভাবকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের হস্তক্ষেপেই উঠে যায় পথ অবরোধ।
সৈকত শী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipur News, Panskura, Road Block, Students