শিলিগুড়ি: ডাক্তার দেখাতে এসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে উধাও হয়ে গেলেন রোগী! নিখোঁজ রোগীর নাম অঞ্জলি মাতব্বর (৫৩), বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়িতে। এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
অঞ্জলি মাতব্বর নামে ওই রোগী স্বামী, ছেলে ও কয়েকজন গ্রামবাসীর সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেলে ডাক্তার দেখাতে এসেছিলেন। তাঁর বাড়ি ময়নাগুড়ির ভোটপাট্টি এলাকায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ওই মহিলা। জেলার হাসপাতালে ডাক্তার দেখিয়েও সমস্যার সুরাহা হয়নি। তাই মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসেন। সেখান থেকেই হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি।
আরও পড়ুন: গণতান্ত্রিক অধিকার রক্ষায় অন্যতম এগিয়ে থাকা জেলা বাঁকুড়া
নিখোঁজ রোগীর পরিজনদের অভিযোগ, ওই মহিলাকে চিকিৎসক ভর্তি করতে বললেও মহিলা ওয়ার্ডে শয্যা পাওয়া যায়নি। যার ফলে তাঁকে মেঝেতে থাকতে বলা হয়। সেই কথা শুনে অঞ্জলিদেবীকে রেখে মেঝেতে বিছানোর জন্য চাদর আনতে যান পরিবারের সদস্যরা। তাঁরা ফিরে এসে দেখেন অঞ্জলীদেবী সেখানে নেই। এরপর পুরো হাসপাতাল চত্বর ঘুরেও তাঁকে পাওয়া যায়নি। তারপরই মেডিকেল কলেজে থাকা পুলিশ ফাঁড়িতে গিয়ে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন অঞ্জলি মাতব্বরের পরিবার।
পরিবারের অভিযোগ পাওয়ার পর হাসপাতাল প্রশাসনও চারিদিকে ওই রোগীর সন্ধান করে। কিন্তু ওই মহিলাকে খুঁজে পাওয়া যায়নি। রোগীর পরিবারের অভিযোগ, চূড়ান্ত অব্যবস্থা মেডিকেল কলেজে। হাসপাতালে নিরাপত্তার অভাব আছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অনির্বাণ রায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: North Bengal Medical college and hospital, Patient, Siliguri News