Siliguri News: ভয়ঙ্কর কাণ্ড, চিকিৎসা করাতে হাসপাতালে এসে নিখোঁজ হয়ে গেল রোগী!

Last Updated:

চিকিৎসার জন্য মানুষ হাসপাতালে আসে। কিন্তু সেখানে এসেই এবার নিখোঁজ হয়ে গেলেন এক মহিলা

+
title=

শিলিগুড়ি: ডাক্তার দেখাতে এসে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে উধাও হয়ে গেলেন রোগী! নিখোঁজ রোগীর নাম অঞ্জলি মাতব্বর (৫৩), বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়িতে। এই ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
অঞ্জলি মাতব্বর নামে ওই রোগী স্বামী, ছেলে ও কয়েকজন গ্রামবাসীর সঙ্গে উত্তরবঙ্গ মেডিকেলে ডাক্তার দেখাতে এসেছিলেন। তাঁর বাড়ি ময়নাগুড়ির ভোটপাট্টি এলাকায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ওই মহিলা। জেলার হাসপাতালে ডাক্তার দেখিয়েও সমস্যার সুরাহা হয়নি। তাই মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আসেন। সেখান থেকেই হঠাৎই নিখোঁজ হয়ে যান তিনি।
advertisement
advertisement
নিখোঁজ রোগীর পরিজনদের অভিযোগ, ওই মহিলাকে চিকিৎসক ভর্তি করতে বললেও মহিলা ওয়ার্ডে শয্যা পাওয়া যায়নি। যার ফলে তাঁকে মেঝেতে থাকতে বলা হয়। সেই কথা শুনে অঞ্জলিদেবীকে রেখে মেঝেতে বিছানোর জন্য চাদর আনতে যান পরিবারের সদস্যরা। তাঁরা ফিরে এসে দেখেন অঞ্জলীদেবী সেখানে নেই। এরপর পুরো হাসপাতাল চত্বর ঘুরেও তাঁকে পাওয়া যায়নি। তারপরই মেডিকেল কলেজে থাকা পুলিশ ফাঁড়িতে গিয়ে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন অঞ্জলি মাতব্বরের পরিবার।
advertisement
পরিবারের অভিযোগ পাওয়ার পর হাসপাতাল প্রশাসনও চারিদিকে ওই রোগীর সন্ধান করে। কিন্তু ওই মহিলাকে খুঁজে পাওয়া যায়নি। রোগীর পরিবারের অভিযোগ, চূড়ান্ত অব্যবস্থা মেডিকেল কলেজে। হাসপাতালে নিরাপত্তার অভাব আছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ভয়ঙ্কর কাণ্ড, চিকিৎসা করাতে হাসপাতালে এসে নিখোঁজ হয়ে গেল রোগী!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement