East Medinipur News: কঠিন রোগে আক্রান্ত শিবশঙ্কর হাসপাতালে শুয়েই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে

Last Updated:

প্যানক্রাইটিসে আক্রান্ত শিবশঙ্কর পাত্র নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। সেখান থেকেই সে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে।

+
title=

পূর্ব মেদিনীপুর: শনিবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। এবার ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে মাধ্যমিক। ছেলেমেয়েদের কাছে এটাই নিঃসন্দেহে জীবনের প্রথম বড় পরীক্ষা। ফলে সকল পরীক্ষার্থীর মধ্যেই আশা ও আশঙ্কার এক মিশ্রিত চোরা স্রোত বইতে থাকে। নন্দীগ্রামের শিবশঙ্কর পাত্র এর ব্যতিক্রম নয়। গোকুলনগর গোবিন্দ জিও শিক্ষা নিকেতনের এই দশম শ্রেণির ছাত্র এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। কিন্তু বাকি পরীক্ষার্থীদের থেকে শঙ্করের অবস্থা অনেকটা আলাদাও বটে। প্যানক্রাইটিসে আক্রান্ত শিবশঙ্কর নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। সেখান থেকেই সে জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে।
শিবশঙ্কর পাত্রের বাড়ি খেজুরির সেরখাঁচক। সে দীর্ঘদিন ধরেই প্যানক্রাইটিসে ভুগছে। এবারের মাধ্যমিক পরীক্ষা আদৌ দিতে পারবে কিনা তা কিছুদিন আগেও নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে বসেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রশাসনের এই সাহায্যে খুশি শিবশঙ্কর পাত্রর পরিবার। কঠিন অসুখের সঙ্গে লড়াই করতে হলেও এইভাবে পরীক্ষা দিতে হ‌ওয়ায় বিচলিত নয় শিবশঙ্কর। বরং তার মনে লড়াইয়ের জেদ আরও ফুটে উঠছে।
advertisement
advertisement
এই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা সঞ্জয় পাত্র পেশায় দিনমজুর। কোনরকম সংসার চালান। তার উপর ছেলের চিকিৎসার খরচ সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়। এই অবস্থায় পরীক্ষার শুরুর আগের দিন, অর্থাৎ ২২ ফেব্রুয়ারি শিবশঙ্কর হঠাৎ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে ভর্তি করা হয় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ফলে সে আদৌ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। যদিও স্থানীয় প্রশাসন এগিয়ে এসে যাবতীয় ব্যবস্থা করে দেয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসার পাশাপাশি মন দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এই মেধাবী ছাত্র।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: কঠিন রোগে আক্রান্ত শিবশঙ্কর হাসপাতালে শুয়েই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement