Purba Medinipur News: বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার পথ নাটক প্রশাসনের উদ্যোগে

Last Updated:

চাইল্ড ম্যারেজ" বা বাল্যবিবাহ এই রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রথম সারিতে। বাল্যবিবাহ প্রতিরোধ  করার একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার সাধারন মানুষকে সচেতন করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করল মহিষাদল পঞ্চায়েত সমিতি ও বিডিও। 

+
মহিষাদল

মহিষাদল ব্লক প্রশাসন

#পূর্ব মেদিনীপুর: "চাইল্ড ম্যারেজ" বা বাল্যবিবাহ এই রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলা প্রথম সারিতে। বাল্যবিবাহ প্রতিরোধ করার একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এবার সাধারন মানুষকে সচেতন করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করল মহিষাদল পঞ্চায়েত সমিতি ও বিডিও। তাদের উদ্যোগে সকাল থেকে রাত পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য সচেতনতামূলক পথ নাটক পরিবেশিত হয়।
মহিষাদল ব্লকের নাটশাল -১ এর গেঁওখালি বাজার, সিনেমা মোড়ে, বাবুরহাটে, মহিষাদল রথতলায় এবং কাপাসএ্যাড়ায় পথ নাটক পরিবেশিত হয়। পথ নাটকের সূচনা করেন মহিষাদল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশচন্দ্র মন্ডল। এদিন উপস্থিত ছিলেন রথ তলায় মহিষাদল ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বনমালী হালদার প্রমুখ।
advertisement
advertisement
বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য কন্যাশ্রী প্রকল্পের পাশাপাশি বিভিন্ন রকম সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ ও গ্রহণ করা হয়েছে। তবুও এখনও মানুষ অনেক অসচেতন তাই মানুষকে সচেতন করার উদ্দেশ্যে ব্লকের বিভিন্ন জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে পথ নাটক অভিনয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। পথনাটক পরিবেশন করে কলকাতার একটি নাট্যগোষ্ঠীর সদস্যরা।
advertisement
নাটক মানুষকে সরাসরি আকৃষ্ট করে এবং তাই প্রশাসনের উদ্যোগে নাবালিকা বিবাহ রোধে নাটকের বার্তাগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা বলে জানিয়েছেন মহিষাদল উন্নয়ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশচন্দ্র মন্ডল। তিনি আরও জানান, মহিষাদল ব্লকের চারটি জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে এই পথনাটিকা গুলি অভিনীত হয়। বাল্যবিবাহের ফলে কি কি সমস্যায় পড়তে হয় সেই কথাগুলি পথ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার পথ নাটক প্রশাসনের উদ্যোগে
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement