East Medinipur News: আপনি ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত? পোস্ট অফিসের এই নতুন পরিষেবা আপনার জন্যই শুরু হয়েছে

Last Updated:

ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য দুর্দান্ত সুযোগ, বিশেষ পার্সেল পরিষেবা শুরু হল বাড়ির কাছের ডাকঘরে

+
title=

পূর্ব মেদিনীপুর: ভারতীয় ডাক বিভাগের এক বিশেষ উদ্যোগে লাভবান হবেন ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িতরা। এবার থেকে ক্ষুদ্র ওমাঝারি শিল্পপতি-ব্যবসায়ীদের উৎপাদিত সামগ্রী রাজ্য ও দেশের বাইরে পাঠানোর সুবিধা পাওয়া যাবে বাড়ির কাছের ডাকঘর থেকেই। ফলে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের উৎপাদিত সামগ্রী রাজ্য ও দেশের বাইরে পাঠানোর জন্য আর কলকাতায় দৌড়তে হবে না। প্রয়োজন পড়বে না বেশি টাকা খরচ করে বেসরকারি কুরিয়ার সংস্থার সাহায্য। এর ফলে নতুন যারা ব্যবসায় নামছেন তাঁদের অনেকটাই সুবিধে হবে।
এই লক্ষ্যেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হেড পোস্ট অফিসে ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য বিশেষ পার্সেল ইউনিট পরিষেবা চালু হল। এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক বিভাগের দক্ষিণবঙ্গ জোনের পোস্ট-মাস্টার জেনারেল শশী শালিনী কুজুর। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ জোনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সঞ্জীব আচার্য সহ পোস্ট অফিসের একাধিক আধিকারিকগণ। এখানে একটিতে পার্সেল প্যাকেজিং ও অপরদিকে বুকিংয়ের কাজ হবে। পুরো ভারতবর্ষ জুড়ে প্রায় হাজারটি পোস্ট অফিসে এই পরিষেবা পাওয়া যাবে।
advertisement
advertisement
ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের ২২ টি পোস্ট অফিসে এই পরিষেবা চালু হয়েছে। যার মধ্যে দক্ষিণবঙ্গে ৯ টি পোস্ট অফিস আছে। ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জানা গিয়েছে, তমলুক নিয়ে এখনো পর্যন্ত সাতটি ডাকঘরে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে জড়িতদের এই বিশেষ পার্সেল পরিষেবার সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে ছোট ছোট ব্যবসায়ীদের লাভের পরিমাণ বাড়বে বলে আশা করছে সরকার।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: আপনি ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত? পোস্ট অফিসের এই নতুন পরিষেবা আপনার জন্যই শুরু হয়েছে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement