East Medinipur News: খেজুরির স্থায়ী সমিতি গঠন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

Last Updated:

খেজুরি-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি গঠন ঘিরে সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি। শিশির অধিকারী পৌঁছতেই ছড়াল উত্তেজনা

+
Khejuri

Khejuri police station 

পুর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের দু’মাস পরেও রাজনৈতিক সংঘর্ষ অব্যহত পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার খেজুরি-২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি। বোমাবাজি হয় বলেও অভিযোগ।
পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসক দল তৃণমূলকে টেক্কা দিয়ে খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। কিন্তু সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের আগে হঠাৎই রাজনৈতিক সমীকরণ বদলে যায়। বিজেপির দুই জয়ী পঞ্চায়েত সমিতি প্রার্থী দল বদলে তৃণমূলে যোগ দেন। আর তাতেই খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। বিজেপির যে দুই জয়ী সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন তাঁরাই সভাপতি ও সহ-সভাপতি হন।
advertisement
advertisement
কিন্তু অনেকটা নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল খেজুরি-২ পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের ভোটে। স্থায়ী সমিতি গঠন নিয়ে এদিন সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল খেজুরিজুড়ে। সেই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে এলাকার সাংসদের স্থায়ী সমিতি নির্বাচনে ভোট দেওয়াকে ঘিরে। এদিন স্থায়ী সমিতি নির্বাচনের জন্য কাঁথির সাংসদ শিশির অধিকারী ব্লক অফিস চত্বরে এলেই উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি সমর্থকরা। বিজেপির দাবি, এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টির জন্য শাসক দল বোমাবাজি করেছে।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: খেজুরির স্থায়ী সমিতি গঠন ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement