East Medinipur News: পুকুরের নোংরা জল ফুটিয়ে পান করে পাঁশকুড়ার এই গ্রামের মানুষ!

Last Updated:

পুকুরের নোংরা জল‌ই ভরসা। পান করার জন্য আর কোন‌ও জল না পেয়ে সেই নোংরা জল‌ই খেতে বাধ্য হচ্ছেন পাঁশকুড়ার জগৎপুর গ্রামের মানুষ

+
পুকুরের

পুকুরের জল তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন মহিলা

পূর্ব মেদিনীপুর: ৪০ টি পরিবারের সদস্যদের পানীয় জলের জন্য ভরসা করতে হয় পুকুরের নোংরা জল উপর! পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জগৎপুর গ্রামের ঘটনা। কাঁসাই নদীর তীরে গড়ে ওঠা এই গামে প্রায় হাজার তিনেক মানুষের বসবাস। হাতে গোনা কয়েকজন চাকুরিজীবি আছেন। তবে অধিকাংশই চাষবাস ও শ্রমিকের কাজ করে সংসার চালান। সেই হতদরিদ্র মানুষগুলোকেই তেষ্টা মেটানোর জন্য পুকুরের নোংরা জল পান করতে হয়।
জল-ই জীবন, এই বাক্যটা তাঁদের কাছে পরিচিত হলেও বাস্তব জীবনে সম্পূর্ণ উল্টো পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এই গ্রামে হতদরিদ্র মানুষগুলোকে। ওই এলাকার প্রায় ৪০ টি পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে পুকুরের জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করে চলেছে।
advertisement
advertisement
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে এই পরিবারগুলোকে কেন এমন পরিস্থিতির মধ্যে পড়তে হল? গ্রামবাসীদের দাবি, পিএইচই দফতর থেকে ২০১৮ সালে গ্রামে একটি সাবমার্সিবল পাম্প বসানো হয়েছিল। এলাকায় পৌঁছেছিল পাইপ লাইনে করে সেই জল। কিন্তু মাসখানেক যেতে না যেতেই সেই কল থেকে জল পড়া বন্ধ হয়ে যায়। এরপর এলাকায় থাকা টিউবওয়েলটিও খারাপ হয়ে পড়ে। ওই এলাকায় পানীয় জলের আর কোনও ব্যবস্থা নেই। ব্যক্তিগত কিছু বাড়িতে সাবমার্সিবল পাম্প আছে। কিন্তু বেশিরভাগ গ্রামবাসীকে পানীয় জলের জন পুকুরের নোংরা জলের উপরি ভরসা করতে হয়। বাঁশের হয়ে পুকুরের জলকে ফুটিয়ে পানীয় জল হিসেবে পান করছেন পাঁশকুড়া ব্লকের জগৎপুর গ্ৰামের ৪০টি পরিবার।
advertisement
গ্রামবাসীদের দাবি, একাধিকবার পঞ্চায়েত সদস্য ও প্রধানকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা পুকুরের জল পান করেন। এর থেকে নানান অসুখ হতে পারে তা জেনেও তাঁরা ওই পুকুরের জল পান করতে বাধ্য হচ্ছেন বলে গ্রামবাসীরা অভিযোগ করেন।
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: পুকুরের নোংরা জল ফুটিয়ে পান করে পাঁশকুড়ার এই গ্রামের মানুষ!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement