Kalbaisakhi I Kolaghat Station Video: ঝড়ে ওভারহেডের তার ছিঁড়ে আগুন স্টেশনে! ট্রেন থেকে হুড়মুড়িয়ে নেমে পড়লেন আতঙ্কিত যাত্রীরা, দেখুন ভিডিও

Last Updated:

Kalbaisakhi I Kolaghat Station Video: প্রচণ্ড কালবৈশাখীর ঝড়ে ওভারহেড তারে একের পর এক গাছের ডাল উড়ে এসে পড়ায় আগুনের শিখা জ্বলে ওঠে, সঙ্গে বিকট শব্দ। শর্টসার্কিটের জেরে দাঁড়িয়ে যায় খড়্গপুরগামী লোকাল ট্রেন।

+
কোলাঘাট

কোলাঘাট স্টেশনে আগুন

কোলাঘাট: প্রবল কালবৈশাখী ঝড়ে ওভারহেডে একের পর এক গাছের ডাল এসে পড়ায় আগুন জ্বলে উঠল স্টেশনে। আতঙ্কে ট্রেন থেকে নেমে হুড়োহুড়ি যাত্রীদের। নেটপাড়ায় মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। ঘূর্ণিঝড় মোকার হাত থেকে বাঁচলেও কালবৈশাখী ঝড়ে একেবারে লন্ডভন্ড দক্ষিণবঙ্গ। ঝড়ের ভয়ঙ্কর রূপের সামনে পড়ে ভয়াবহ অভিজ্ঞতা ট্রেনযাত্রীদের। মৃত্যুকে প্রত্যক্ষ করার অভিজ্ঞতা হল যাত্রীদের।
১৫ মে বিকেল হতে না হতেই শহর থেকে মফঃসসল, জেলা থেকে গ্রামের ভোল বদলে গেল আবহাওয়ার। ৮০ কিমিরও বেশি গতিবেগের ঝড়ে লন্ডভন্ড দক্ষিণবঙ্গ। এই ঝড়ের জেরে রাস্তায় রাস্তায় ভেঙে পড়ল গাছ, হোর্ডিং। ঝড়ের জেরে স্তব্ধ ট্রেন পরিষেবাও।
advertisement
advertisement
প্রবল ঝড়ে ওভারহেড তারে ভেঙে পড়ল গাছ। হাওড়া শাখাতেও ব্যাহত ট্রেন চলাচল। জানা গিয়েছে, ট্রেনের ওভারহেড তারে গাছ পড়ে একাধিক রুটে বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেল শাখার হাওড়া-খড়গপুর রুটও থমকে যায়। ওই রুটেই কোলাঘাট স্টেশনে ওভারহেড তারে গাছ পড়ে আগুনের শিখা দেখা যায়। তীব্র গতিতে হাওয়ার সঙ্গে সঙ্গে রেললাইনে আগুনে শিখা দেখে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
advertisement
ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড কালবৈশাখীর ঝড়ে ওভারহেড তারে একের পর এক গাছের ডাল উড়ে এসে পড়ায় আগুনের শিখা জ্বলে ওঠে, সঙ্গে বিকট শব্দ। শর্টসার্কিটের জেরে দাঁড়িয়ে যায় খড়্গপুরগামী লোকাল ট্রেন। মারাত্মক শব্দ ও আগুন দেখে ভয় পান ওই লোকাল ট্রেনের যাত্রীরা। বিকট বিস্ফোরণের শব্দে প্রায় কেঁপে ওঠে কোলাঘাট স্টেশন। আতঙ্কিত যাত্রীরা ঝড়ের মধ্যেই হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে চারিদিকে ছোটাছুটি শুরু করে দেন। আশ্রয় নেন প্ল্যাটফর্মে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Kalbaisakhi I Kolaghat Station Video: ঝড়ে ওভারহেডের তার ছিঁড়ে আগুন স্টেশনে! ট্রেন থেকে হুড়মুড়িয়ে নেমে পড়লেন আতঙ্কিত যাত্রীরা, দেখুন ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement