West Midnapore Thunderstorm: মাটির বাড়ি ভেঙে মৃত্যু হল বৃদ্ধার! মাত্র কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড এই জেলা
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:SOVON DAS
Last Updated:
West Midnapore Thunderstorm: খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় পুজোর লাইটের তোরণ ভেঙে পড়ে। এই তোরণ লাগানো হয়েছিল প্রধান রাস্তার উপরই। ঝড়ের কারণে হঠাৎ করে তোরণ রাস্তার উপরে উল্টে পড়ে।
পশ্চিম মেদিনীপুর: মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে প্রায় লন্ডভন্ড গোটা জেলা! আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, সোমবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে। সেই মতো পশ্চিম মেদিনীপুর-সহ গোটা দক্ষিণবঙ্গে বিকেল ঠিক ৫টা নাগাদ শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। তবে, মাত্র ৫-৬ মিনিটের ভয়াবহ ঝড়ে পশ্চিম মেদিনীপুর জেলায় ব্যাপক প্রভাব পড়ল।
মেদিনীপুর, খড়্গপুর গ্রামীণ থেকে শালবনী, কেশপুর সর্বত্র ভেঙে পড়েছে মাটির বাড়ি। উড়ে গিয়েছে বাড়ির চাল। কেশপুরে মাটির বাড়ির চাল উড়ে গিয়ে তার কাঠামো ভেঙে পড়ে মৃত্যু হল ষাটোর্ধ্ব বৃদ্ধার! জানা গিয়েছে মৃতার নাম ছবি পড়িয়া। কেশপুর ব্লকের গোলাড় এলাকায় ঘটেছে এই ঘটনা। শালবনী ব্লকের পিড়াকাটা, ভীমপুর, দেবগ্রাম-সহ বিভিন্ন এলাকায় প্রায় ৮-১০টি মাটির বাড়ি ভেঙে পড়েছে। একাধিক বাড়ির চাল উড়ে গিয়েছে। এদিকে প্রচণ্ড ঝড়ে বড় বড় গাছ ভেঙে পড়ে জেলা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে একাধিক গ্রাম।
advertisement
advertisement
জেলা শহর মেদিনীপুরে জেলা পরিষদের সামনে বড় রাস্তার উপর বেশ কয়েকটি প্রাচীন গাছ ভেঙে পড়ে। জেলাশাসকের দফতরের সামনেও ভেঙে পড়ে গাছ। সাময়িকভাবে তৈরি হয় যানজট পৌরসভা-সহ পুলিশ প্রশাসনের তৎপরতায় রাস্তা যানজট মুক্ত করা হয় সন্ধ্যা নাগাদ।
advertisement
খড়্গপুর শহরের গোলবাজার এলাকায় পুজোর লাইটের তোরণ ভেঙে পড়ে। এই তোরণ লাগানো হয়েছিল প্রধান রাস্তার উপরই। ঝড়ের কারণে হঠাৎ করে তোরণ রাস্তার উপরে উল্টে পড়ে। তোরণ ইলেকট্রিক খুঁটির উপরে পড়ার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। ওই এলাকা বিদ্যুৎহীন হয়ে যায়।
স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কাজে হাত লাগিয়েছে পৌরসভা ও পুলিশ প্রশাসন। অন্যদিকে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার থেকে শনিবারও ঝড়বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে।
advertisement
Sovon Das
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 1:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore Thunderstorm: মাটির বাড়ি ভেঙে মৃত্যু হল বৃদ্ধার! মাত্র কয়েক মিনিটের ঝড়েই লন্ডভন্ড এই জেলা