East Medinipur News: মমতার হাত ধরে শুরু, নন্দীগ্রামে থমকে যাওয়া রেল লাইনের কাজ নিয়ে নতুন আসার আলো
- Published by:kaustav bhowmick
Last Updated:
২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শুরু হয়েছিল নন্দীগ্রামে রেলপথের কাজ। বর্তমান মুখ্যমন্ত্রী তথা দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন।
পূর্ব মেদিনীপুর: মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন নন্দীগ্রামে রেলপথের কাজ শুরু করেছিলেন। কিন্তু তা কিছুটা এগিয়েই থমকে যায়। দীর্ঘ ১৩ বছর পর আবার সেই কাজ শুরু করার ইচ্ছে প্রকাশ করল রেল মন্ত্রক। এই সংক্রান্ত একটি অর্ডারও জারি করা হয়েছে রেল বোর্ডের পক্ষ থেকে। যা নিয়ে আবার আশায় বুক বাঁধছে নন্দীগ্রামের মানুষ।
২০১০ সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শুরু হয়েছিল নন্দীগ্রামে রেলপথের কাজ। বর্তমান মুখ্যমন্ত্রী তথা দ্বিতীয় ইউপিএ সরকারের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন। বেশ কিছুটা এগিয়েছিল সেই কাজ। নন্দীগ্রামে স্টেশন ভবন তৈরির পাশাপাশি প্লাটফর্ম, ওভারব্রিজ, ফুট ওভার ব্রিজ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু পরে আইনি জটিলতায় বন্ধ হয়ে যায় রেলপথ তৈরির কাজ। দীর্ঘ এক দশকের বেশি সময় সেই রেলপথের কাজ বন্ধ হয়ে থাকায় নন্দীগ্রামের মানুষ ধরেই নিয়েছিল তাদের সেখানে ট্রেন চলার স্বপ্ন বুঝি আর সত্যি হল না।
advertisement
advertisement
কিন্তু রেল মন্ত্রকের সাম্প্রতিক পদক্ষেপে আবার আশার আলো দেখা যাচ্ছে। তমলুক-দিঘা রেলপথের দেশপ্রাণ স্টেশন থেকে নন্দীগ্রাম পর্যন্ত রেললাইন হওয়ার কথা ছিল। সম্প্রতি সেই কাজই আবার শুরু করার ইচ্ছে প্রকাশ করেছে রেল বোর্ড। এই প্রসঙ্গে বিজেপির দাবি, শুভেন্দু অধিকারী বিধানসভা নির্বাচনের নন্দীগ্রাম থেকে জয়ী হওয়ার পর এই রেল লাইনের বিষয়ে রেল বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেন। সাংসদ দিব্যেন্দু অধিকারীও এই রেলপথ চালুর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান। তাঁদের উদ্যোগেই আবার এই রেললাইন পাতার কাজ শুরু হচ্ছে। যদিও বিজেপির এই দাবি মানতে নারাজ তৃণমূল। তারা গোটা কৃতিত্বটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে চাইছে। নন্দীগ্রাম রেল প্রকল্প আবার শুরু হওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় সেখানকার মানুষ খুশি হলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 8:59 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: মমতার হাত ধরে শুরু, নন্দীগ্রামে থমকে যাওয়া রেল লাইনের কাজ নিয়ে নতুন আসার আলো