Purba Medinipur: হাতে পড়ল কি জিনিস! নাকা চেকিং এর সময় চক্ষু চড়ক গাছ পুলিশের

Last Updated:

গুজরাটে পাচার হওয়ার আগেই পুলিশের নাকা চেকিং এর সময় ধরা পড়ল ২৭০ গ্রাম ওজনের সোনার বাট। পাঁশকুড়া পুলিশের তৎপরতায় ১৬ নম্বর জাতীয় সড়কের মেছগ্রাম মোড়ের কাছে নাকা চেকিং এর সময় পুলিশের হাতে ধরা পড়ে ওই সন্দেহভাজন ব্যক্তি।

উদ্ধারক হওয়া সোনার বাট 
উদ্ধারক হওয়া সোনার বাট 
#পূর্ব মেদিনীপুর: গুজরাটে পাচার হওয়ার আগেই পুলিশের নাকা চেকিং এর সময় ধরা পড়ল ২৭০ গ্রাম ওজনের সোনার বাট। পাঁশকুড়া পুলিশের তৎপরতায় ১৬ নম্বর জাতীয় সড়কের মেছগ্রাম মোড়ের কাছে নাকা চেকিং এর সময় পুলিশের হাতে ধরা পড়ে ওই সন্দেহভাজন ব্যক্তি। দেহ তল্লাশি সময় তিনটি সোনার বাট খুঁজে পায় পুলিশ। অবৈধভাবে ওই সোনার বাট পাচার হচ্ছিল বলে জানা যায় পুলিশ সূত্রে। অভিযুক্তকে পাঁশকুড়া থানার পুলিশ গ্রেফতার করে। এই দিন অভিযুক্তকে তমলুক কোর্টে চালান করা হয়। পাঁশকুড়া থানা এলাকায় দিন দিন বাড়ছে অবৈধ পাচারকারীদের রমরমা। বারবার পুলিশের নাকা চেকিং এ মাদকদ্রব্য সহ গাঁজা উদ্ধারের ঘটনা ঘটছে। এবার নাকা চেকিং এর সময় এবার উদ্ধার হল প্রায় দেড় কোটি মূল্যের কাঁচা সোনা। পাঁশকুড়ার মেছগ্ৰাম থেকে ২৭০ গ্রাম সোনার বাট উদ্ধার করল পাঁশকুড়া থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এক ব‍্যক্তি সোনার বাট নিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দিক থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল।
সেইমতো পাঁশকুড়া থানার পুলিশ মেছগ্ৰামে নাকা চেকিং শুরু করে। নাকা চেকিং এর সময় পুলিশের চক্ষু চড়ক গাছ! নাকাচেকিং চলাকালীন ওই ব‍্যক্তিকে তল্লাশি করে তার পায়ের মোজার ভেতর থেকে ২৭০ গ্রাম সোনার বাট উদ্ধার করেছে পুলিশ। বাট উদ্ধার হতেই পাঁশকুড়া থানার পুলিশ তাঁকে আটক করে। অভিযুক্ত ব‍্যক্তি বিশ্বজিৎ খাটুয়ার বাড়ি শ্রীপুর এলাকায়। কী ভাবে এল, কোথা থেকে আসছে তা তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ।
advertisement
advertisement
তবে ওই অভিযুক্ত পাচারকারী ব্যক্তিকে বর্তমানে তমলুক কোর্টে পাঠানো হয়েছে। পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার জানান, '৫ জুলাই রাতে গোপন সূত্র পুলিশ খবর পায় এক ব্যক্তি অবৈধভাবে সোনা পাচারের উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দিক থেকে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। খড়গপুর হয়ে ওই সোনা গুজরাট রাজ্যে পাচার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে ই পাঁশকুড়া থানায় এলাকার মেচগ্রামে নাকা চেকিং বসিয়ে উদ্ধার হয় তিনটি ছোট সোনার বাট। যার ওজন ২৭০ গ্রাম। বাজার মূল্য প্রায় দেড় কোটি।
advertisement
আরও পড়ুনঃ লোকমুখে প্রচলিত মাহাত্ম্য, কী রীতি পালনে বিপত্তারিণী মায়ের পুজো হয় বর্গভীমা মন্দিরে
অভিযুক্ত বিশ্বজিৎ খাটুয়া নিজেই গাড়ি চালিয়ে আসছিল। নাকা চেকিং এর সময় পায়ের মোজা থেকে উদ্ধার হয় সোনার বাট। অভিযুক্তের কাছে সোনার বাট সম্পর্কে জানতে চাইলে সদ উত্তর না মেলায়, ওই ব্যক্তিকে আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তমলুক জেলা আদালতে পাঠানো হয়েছে।'
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur: হাতে পড়ল কি জিনিস! নাকা চেকিং এর সময় চক্ষু চড়ক গাছ পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement