Migrant Worker: কথা চলছিল বিয়ের! রোজগারের জন্য ভিনরাজ্যে মেদিনীপুরের যুবক, ঘরে ফিরল পোড়া দেহ
- Reported by:SAIKAT SHEE
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Migrant Worker: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত বেতুলিয়াচক লালপুর গ্রামের মনোজিৎ দাসের মৃত্যু হল ভিন রাজ্যে কাজে গিয়ে
ভগবানপুর: ভাগ্য বদলের আশায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক। আর সেখানেই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন ওই পরিযায়ী শ্রমিক। তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত রাঙ্গারেড্ডি জেলার শাদনগরের বারগুলা এলাকায় একটি ব্যক্তিগত মালিকানার পলিমার সামগ্রী তৈরির কারখানায় কাজ করতেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বেতুলিয়াচক লালপুর গ্রামের মনোজিৎ দাস। ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হন মনোজিৎ। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
জানা গেছে, ১৬ জুলাই রাতে কাজের সময় হঠাৎই আগুন লেগে যায় কারখানায়। মুহূর্তের মধ্যেই তাতে অগ্নিদগ্ধ হন ৯ জন শ্রমিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই রাতে মৃত্যু হয় মনোজিৎ দাসের। ২৮ জুলাই শুক্রবার মনোজিতের দেহ গ্রামের বাড়িতে ফিরে আসে।
মনোজিৎ সহ ওই কারখানার আরও চার শ্রমিকের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। যাঁদের বাড়ি মহারাষ্ট্র, কর্নাটক ও পশ্চিমবঙ্গে। আশঙ্কাজনক পাঁচজন এখনও চিকিৎসাধীন। রাতেই সম্পন্ন হয়েছে শেষকৃত্য। ২৯ বছরের তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার।
advertisement
advertisement
মনোজিতের প্রতিবেশী দাদা পবিত্র কুমার দাস বলেন, মনোজিত ওই কোম্পানিতে পাঁচ বছর ধরে কাজ করেছিল। তিনি নিজেই ওই কোম্পানিতে ৯ বছর কাজ করেছেন। এর আগে কোনদিন এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। খুবই মর্মান্তিক ঘটনা।
advertisement
মনোজিতের কোম্পানি চিকিৎসার খরচের পাশাপাশি, পরিবারের পুরো দায়িত্ব নিয়েছে। ছেলের বিয়ের কথা আলোচনা চলছিল। বাড়িও বানিয়েছেন নতুন। মনোজিৎ এর বাবা বাদল চন্দ্র দাস দোষ দিচ্ছেন নিজের কপালকে। ভারী গলায় তিনি বললেন, ‘ছেলে কি আর ফিরবে!’ তরতাজা যুবকের কাজের জন্য ভিন রাজ্যে গিয়ে মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 28, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Migrant Worker: কথা চলছিল বিয়ের! রোজগারের জন্য ভিনরাজ্যে মেদিনীপুরের যুবক, ঘরে ফিরল পোড়া দেহ









