Medinipur News: কাত্যায়নী চতুর্দশী তিথিতে বর্গভীমা মন্দিরের বিশেষ পুজোপাঠ, যজ্ঞ! রইল ভিডিও

Last Updated:

Medinipur News: তমলুকে বর্গভীমা মন্দিরে কাত্যায়নী চতুর্দশী তিথিতে সপ্তসতী যজ্ঞ। দেখুন সেই ভিডিও

+
সপ্তসতী

সপ্তসতী যজ্ঞ 

#তমলুক: তমলুকে বর্গভীমা মন্দিরে কাত্যায়নী চতুর্দশী তিথিতে সপ্তসতী যজ্ঞ। অন্যান্য বিশেষ তিথির মত এই তিথিতে ও মায়ের বিশেষ পুজো পাশাপাশি সপ্তসতী যজ্ঞ হয়। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক পুরা কালে যার নাম ছিল বিভাস। বিভাস থেকে তাম্রলিপ্ত তাম্রলিপ্ত থেকে অধুনা তমলুক। প্রাচীন এই শহরের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা। বর্গভীমা মন্দির  ৫১ সতীপীঠ বা শক্তিপীঠের এক পীঠস্থান। মন্দিরে দেবী ভীমাকালী রূপে পূজিত হয় সারা বছরই। এর পাশাপাশি বিশেষ তিথিতে বিশেষ পুজো পাঠ ও যজ্ঞ হয়।
৭ ডিসেম্বর বুধবার কাত্যায়নী চতুর্দশী তিথিতে সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো ৫১ পীঠের এক পীঠ তমলুকের দেবী বর্গভীমা মন্দিরে। পুজো অর্চনার পাশাপাশি সপ্তসতী যজ্ঞ হয় সারাদিন ধরে। সপ্তসতী যজ্ঞ ও বাৎসরিক পুজো উপলক্ষে বুধবার সেজে উঠেছে তমলুকের বর্গভীমা মন্দির। সারা বছরই এই পবিত্র যজ্ঞের জন্য মুখিয়ে থাকেন তমলুক সহ জেলার মানুষ। পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও ভক্তরা এই যজ্ঞে সামিল হন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো চলে। সূর্যের আলো আতস কাঁচে ফেলে এই যজ্ঞের আগুন ধরানো হয়। বেলকাঠে ঘি ধুনো কর্পূর মাখানো থাকে তারপর আতশ কাঁচের সাহায্যে আগুন জ্বালানো হয়।
advertisement
advertisement
এই যজ্ঞে ১০৮ মন্ত্র উচ্চারণের মাধ্যমে দশম মহাবিদ্যা ছাড়াও গণেশ, ব্রহ্মা,বিষ্ণু, মহালক্ষী, মহাসরস্বতী, মহাকালি, রুদ্র, শান্তি, নবগ্রহ, বরুণ, বাচস্পতি সহ বিভিন্ন দেবদেবীর পূজা হয়। এই মহাযজ্ঞের মূল উদ্দেশ্য হল বিশ্ববাসীর শান্তি কামনা। প্রতিবছর এই তিথি অনুসারে সপ্তসতী যজ্ঞ হয়। এবছর এদিন পূজো অর্চনা ও যজ্ঞের আয়োজন করা হয়। ২০২৩ সালের এই সপ্তসতী যজ্ঞ আয়োজন হবে ডিসেম্বর মাসের ২৫ তারিখ।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Medinipur News: কাত্যায়নী চতুর্দশী তিথিতে বর্গভীমা মন্দিরের বিশেষ পুজোপাঠ, যজ্ঞ! রইল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement