Digha: দিঘা মোহনায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, বড় বিপদের হাত থেকে বাঁচল ফিস মার্কেট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha: দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের পাশেই বৃহস্পতিবার রাতে একটি দোকানে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়া আগেই নিয়ন্ত্রণে আনে দমকল। রক্ষা পেল দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্র।
দিঘা: দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের কাছে বৃহস্পতিবার রাত্রে একটি খাওয়ার দোকানে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়া আগেই নিয়ন্ত্রণে আনে দমকল। রক্ষা পেল দিঘা মোহনা মৎস নিলাম কেন্দ্র। দিঘা মোহনায় গ্যাস লিক হয়ে ভয়াবহ আগুন লাগে একটি খাবার দোকানে। দোকানটি দিঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রের পাশেই অবস্থিত। ভয়াবহ আগুন থেকে সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে গিয়েছে দোকান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রি আট’টার পর এই আগুন লাগে। ওই ভয়াবহ আগুন লাগার ঘটনার সময়ও দোকানে ছিল প্রচুর লোকজন। হঠাৎ করে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়ে দোকান মালিক ও দোকানের কর্মচারীরা। দোকানের ফ্রিজ থেকে দোকানের সরঞ্জাম সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রায় কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হয়েছে বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ সপ্তাহান্তে ফের বন্ধ ট্রেন, প্রায় ১২ ঘণ্টা শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল সব লোকাল
আগুনের ভয়াবহতা দেখে ভয় পায় দোকানদার ও স্থানীয় বাসিন্দারা খবর দেয়া হয় রামনগর দমকল স্টেশনে। রামনগর ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement
প্রসঙ্গত, দোকানটি পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্রের পাশেই অবস্থিত ছিল। ফলে না আনলে আরও বড়সড় ক্ষতির মুখে পড়ত দীঘা মোহনা মৎস নিলাম কেন্দ্র। একটু দেরি হলেই ফিস মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার সম্ভবনা ছিল। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ওই দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দোকানে থাকা ফ্রিজ-সহ অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়েছে। সমস্ত কিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন দোকানের মালিক।
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 12:11 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha: দিঘা মোহনায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, বড় বিপদের হাত থেকে বাঁচল ফিস মার্কেট