Purba Medinipur News: এক বছরের অপেক্ষা, প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শেষ হল কালীপূজা

Last Updated:

আগেই সরকারি নির্দেশিকা অনুযায়ী পৌরসভা প্রতিটি পুজো কমিটিকে মাইক প্রচারের মাধ্যমে জানিয়েছিল 28 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ছটা থেকে রাত্রি পর্যন্ত চলবে এবারের কালী পূজার প্রতিমা নিরঞ্জন।

+
তমলুকে

তমলুকে কালীপুজোর প্রতিমা নিরঞ্জন

#তমলুক : আগেই সরকারি নির্দেশিকা অনুযায়ী পৌরসভা প্রতিটি পুজো কমিটিকে মাইক প্রচারের মাধ্যমে জানিয়েছিল 28 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ছটা থেকে রাত্রি পর্যন্ত চলবে এবারের কালী পূজার প্রতিমা নিরঞ্জন। সন্ধ্যের পর থেকে মধ্যরাত পেরিয়ে ভোররাত পর্যন্ত তমলুকের ১৪ নম্বর ওয়ার্ডের ১৬ ফুকার এলাকার নদী ঘাটে চলল বিভিন্ন পূজা কমিটির কালী প্রতিমা নিরঞ্জন। প্রসঙ্গত প্রতিবছর কালীপুজোয় মেতে ওঠে তমলুক শহরের বাসিন্দারা। উৎসবের রঙে রাঙা তমলুকের আলোর রোশনাই ফিকে পড়ে গেছে।
শেষ দু'বছরের করোনার কাল কাটিয়ে প্রায় নতুনভাবে এ বছর তমলুকে কালী পুজোয় মেতে উঠেছিল শহরবাসী। শহরে বিগ বাজেটের পুজোর পাশাপাশি অনেক পুজো হয়। কালী পূজো নিয়ে তমলুক শহরের উন্মাদনা বারাসত ছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও সচরাচর চোখে পড়ে না। সেই আনন্দযজ্ঞের আলোর রোশনাই মিলিয়ে গেল নদী ঘাটে কালী প্রতিমা নিরঞ্জন এর সঙ্গে সঙ্গেই। নদী ঘাটে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিমা নিরঞ্জন এর জন্য ব্যবস্থা রাখা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুনঃ সিসিটিভি ক্যামেরা ভেঙে একাধিক মন্দিরে চুরি নন্দীগ্রামে!
শুধুমাত্র সুষ্ঠু শৃঙ্খলা ভাবে প্রতিমা নিরঞ্জন নয়, প্রতিমা নিরঞ্জনের পর দূষণের কথাও মাথায় রাখে তাম্রলিপ্ত পৌরসভা। সেই মত প্রতিমা নিরঞ্জনের সঙ্গে সঙ্গেই কাঠামো তুলে ফেলা হয় জল থেকে। প্রতিমা নিরঞ্জনের সময় দুর্ঘটনা এড়াতে মোতায়ান ছিল তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী। সব মিলিয়ে আবারও একটি বছরের অপেক্ষা আনন্দযজ্ঞের আলোর উৎসবে মেতে ওঠার জন্য।
advertisement
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: এক বছরের অপেক্ষা, প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শেষ হল কালীপূজা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement