Kanyashree Cup: এই জেলার প্রথম কন্যাশ্রী কাপে বাজিমাত জঙ্গলমহল একাদশের
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম আয়োজিত হল কন্যাশ্রী কাপ ফুটবল টুর্নামেন্ট। আর তাতে বাজিমাত করল জঙ্গলমহল একাদশ
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার প্রথম কন্যাশ্রী কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ী হল জঙ্গলমহল একাদশ। তমলুকে জেলার প্রথম কন্যাশ্রী কাপ টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল। পুরসভার তিন নম্বর ওয়ার্ডের রাধাবল্লভপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। আমন্ত্রণের ভিত্তিতে মোট চারটি দল অংশগ্রহণ করে। দলগুলি হল- জঙ্গলমহল একাদশ, বেঙ্গল একাদশ, ক্যালকাটা একাদশ ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া একাদশ।
১২ জানুয়ারি বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ অন্যান্যরা। মহিলাদের মধ্যে খেলাধুলো ছড়িয়ে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম জঙ্গলমহলে কন্যাশ্রী কাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। পরবর্তীতে অন্যান্য জেলায় কন্যাশ্রী কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। তবে পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম এই টুর্নামেন্ট আয়োজিত হল।
advertisement
জেলা প্রথম আয়োজিত কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হল জঙ্গলমহল একাদশ। ফাইনালে বেঙ্গল একাদশ ও জঙ্গলমহল একাদশ মুখোমুখি হয়। আর তাতেই বাজিমাত করে জঙ্গলমহল একাদশ
advertisement
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তমলুকের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, "কন্যাশ্রী একটি যুগান্তকারী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প গোটা বিশ্বে সমাদৃত। সেই কন্যাশ্রী নামেই মহিলাদের এই ফুটবল টুর্নামেন্ট। এটি সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর উদ্যোগে জঙ্গলমহলে চালু হয়েছিল। মূলত মহিলাদের মধ্যে ফুটবল সহ অন্যান্য খেলা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই কন্যাশ্রী কাপ ফুটবল টুর্নামেন্ট জেলায় প্রথম আয়োজিত হল।" উদ্যোক্তাদের দাবি, এই কন্যাশ্রী কাপ টুর্নামেন্টের ফলে পূর্ব মেদিনীপুর জেলায় মেয়েদের মধ্যে খেলাধুলোর প্রসার আরও বৃদ্ধি পাবে।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 2:27 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Kanyashree Cup: এই জেলার প্রথম কন্যাশ্রী কাপে বাজিমাত জঙ্গলমহল একাদশের