East Medinipur News: তমলুকে এই প্রথম! এমন ভাবেও রোগীর মন ও স্বাস্থ্যের উন্নতিসাধন সম্ভব! নজির জেলায়

Last Updated:

মিউজিক থেরাপি হল এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর শারীরিক ও মানসিক পরিস্থিতির উন্নতিসাধনের জন্য সঙ্গীতের সাহায্য নেওয়া হয়। মিউজিক থেরাপিতে বিভিন্ন ভাইব্রেশনের একটি সিরিজ নেওয়া হয়।

+
Tamralipta

Tamralipta Municipality 

#তমলুক: বর্তমান সময়ে মানুষের মনে ও শরীরে মিউজিক থেরাপির গুরুত্ব অনেকটা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই পরিষেবা থাকলেও পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে এই প্রথম মিউজিক থেরাপির পথচলা শুরু। একটি মিউজিক কলেজের উদ্যোগে তমলুকে চালু করা হয়েছে মিউজিক থেরাপি। যা মানুষের মনকে সুস্থ করে তুলবে সুরের সাহায্যে। পরিষেবার উদ্বোধন করেন প্রাক্তন অধ্যাপিকা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি (মিউজিক ও ভোকাল) তুলতুলি কর।
বর্তমান সময়ে বিভিন্ন কঠিন রোগমুক্তির জন্য মিউজিক থেরাপি ব্যবহার করা হচ্ছে। সাফল্যও মিলছে। তমলুক তথা পূর্ব মেদিনীপুর জেলার মানুষের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ পরিষেবা বলে মনে করছেন অনেকেই। কলকাতার পাশাপাশি এবার জেলাতেও মিউজিক থেরাপির সুযোগ মিলবে। তমলুকে একটি মিউজিক কলেজের উদ্যোগে চালু হল নতুন এই চিকিৎসা পদ্ধতি।
advertisement
মিউজিক থেরাপি হল এমন এক চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর শারীরিক ও মানসিক পরিস্থিতির উন্নতিসাধনের জন্য সঙ্গীতের সাহায্য নেওয়া হয়। মিউজিক থেরাপিতে বিভিন্ন ভাইব্রেশনের একটি সিরিজ নেওয়া হয়। এই সিরিজ তৈরি করে শব্দ। এই ভাইব্রেশন বা কম্পন গ্রহণ করার পরই শরীরে বদল আসতে থাকে। তবে মিউজিক থেরাপি বলতে কেবল গান শোনা নয়, পাশাপাশি গান করা, বাদ্যযন্ত্র বাজানো, গান লেখা ইত্যাদি বিষয়গুলিও রয়েছে। একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিজের ইচ্ছেমতো এগুলির মধ্যে থেকে কয়েকটি বিষয় রোগীর উপর প্রয়োগ করেন।
advertisement
প্রাক্তন অধ্যাপিকা তুলতুলি কর বলেন, "আমরা বলি, সুর ব্রহ্ম। একটি রাগ বা সুর নির্দিষ্ট একটি আবেগের উপর নির্ভর করে তৈরি হয়। সেই সুর মন দিয়ে শুনলে মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়। মানুষ অনেকটা সুস্থ হয়ে ওঠে। এভাবেই মিউজিক থেরাপি হয়। সঙ্গীতের একটি দিক যেমন বিনোদন, ঠিক তেমনই সঙ্গীতের রোগ নিরাময় ক্ষমতাও রয়েছে। সেই চেষ্টাই করছি আমরা এখানে।"
advertisement
ওই কলেজের তরফে বলা হয়েছে, কলকাতায় অনেক জায়গাতেই এই নতুন চিকিৎসা পদ্ধতি চালু হলেও পূর্ব মেদিনীপুর জেলায় সম্ভবত আমরা প্রথম এই পরিষেবা চালু করলাম।
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: তমলুকে এই প্রথম! এমন ভাবেও রোগীর মন ও স্বাস্থ্যের উন্নতিসাধন সম্ভব! নজির জেলায়
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement