East Medinipur News: বিতর্ক নিয়েই শুরু হলদিয়া মেলা, আয়োজনে উন্নয়ন পর্ষদ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
শুরু হল হলদিয়া মেলা। হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে করোনা পর্ব মিটিয়ে আবার শুরু হয়েছে এই মেলা
পূর্ব মেদিনীপুর: হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে শুরু হল হলদিয়া মেলা ২০২৩। হলদিয়ার রানিচক সংহতি ময়দানে শুরু হয়েছে এই মেলা। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধেয় এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। ২০২০ সালের পর কোরনার কারণে পরপর দু'বছর বন্ধ ছিল এই মেলা। ২০২৩ সালে তা আবার নতুন উদ্যমে শুরু হয়েছে।
হলদিয়া মেলা ঘিরে জেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ এত বড় মেলা আর কোথাও হয় না। এই মেলায় নানান ধরনের জিনিসের স্টল থাকে। গৃহস্থালির টুকিটাকি জিনিস থেকে গাড়ি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন পণ্যের স্টল মেলায় লক্ষ্য করা যায়। এই মেলায় আইওসি এবং সিপিটি সংস্থার প্রদর্শনীমূলক স্টল আছে সাধারণ মানুষের জন্য। হলদিয়া মেলার অন্যতম মূল আকর্ষণ হল মূল মঞ্চে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত্রিকালীন প্রখ্যাত শিল্পীদের সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান।
advertisement
advertisement
হলদিয়া মেলার উদ্বোধনে এসে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় বলেন, "মেলা আনে কর্মসংস্কৃতি। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান ধরনের মেলাকে সফল করার উদ্যোগ নেওয়া হয়েছে।" প্রসঙ্গত হলদিয়া মেলা উদ্বোধনের দিন মানুষের ভিড় খুব একটা দেখা যায়নি। কার্যত ফাঁকা দেখা গিয়েছে স্টলগুলি। যদিও উদ্যোক্তাদের দাবি প্রথম দিন তাই মানুষের ভিড় লক্ষ্য করা যায়নি। তবে মেলার অন্যান্য দিনগুলি মানুষ ভিড় করবে। শান্তিপূর্ণভাবে হলদিয়া মেলা পরিচালনার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে মেলায় তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে আমন্ত্রণ না জানানো নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে।
advertisement
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2023 12:10 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: বিতর্ক নিয়েই শুরু হলদিয়া মেলা, আয়োজনে উন্নয়ন পর্ষদ