Purba Medinipur News: সরকারি হাসপাতালে রোগীর পরিবারের জন্য স্বল্প টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা করল এই পৌরসভা
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
একদিকে মা ক্যান্টিনে পাঁচ টাকার পেট ভরা খাবার, অন্যদিকে স্বল্পমূল্যের বিশ্রামাগারে মাত্র ৩০ টাকায় রাত্রি যাপনের ব্যবস্থা করল কাঁথি দারুয়া মহকুমা হাসপিটাল।
কাঁথি: পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে স্বল্প টাকায় রোগীর পরিবারের লোকজনদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করল পৌরসভা। মা ক্যান্টিন ও স্বল্পমূল্যে বিশ্রামাগার কাঁথি মহকুমা হাসপাতালে। কাঁথি মহকুমা হাসপাতালে রোগীর পরিবারের কথা ভেবে শুরু হল এক বিশেষ ব্যবস্থা। একদিকে মা ক্যান্টিনে পাঁচ টাকার পেট ভরা খাবার, অন্যদিকে স্বল্পমূল্যের বিশ্রামাগারে মাত্র ৩০ টাকায় রাত্রি যাপনের ব্যবস্থা করল কাঁথি দারুয়া মহকুমা হাসপিটাল।
অবস্থানগত কারণে পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে শুধু জেলা নয় ভিন রাজ্য ওড়িশা থেকেও চিকিৎসার জন্য মানুষেরা আসেন। চিকিৎসা করাতে এসে রোগীর পরিবারের লোকজনদের থাকা খাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হত। কারণ বাইরের হোটেলে থাকা খাওয়ার অনেকটাই ব্যয় সাপেক্ষ।
আরও পড়ুনঃ ফের নন্দীগ্রাম থানার আইসি বদল, পঞ্চায়েত ভোটের সময় থেকে এই নিয়ে তিনজন
রোগী আত্মীয়-স্বজনদের কথা ভেবেই এই পরিষেবা চালু করল পৌরসভা। হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর পরিজনরা নির্দিষ্ট কুপন দেখিয়ে ৫ টাকা দিয়ে পেট ভরে খাবার খেতে পারবেন, প্রতিদিন দুপুর ১ থেকে ৩টে পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১১ মাস বন্ধ বেতন, শংকরপুর ফিশিং হারবারে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
অন্যদিকে দিবারাত্রি রোগীর পরিবারের লোকজনদের জন্য দুপুরে পেট ভরে খাবারের পাশাপাশি, স্বল্পমূল্যে বিশ্রামাগারে খাট, বিছানা, মশারি, পানীয় জল সহ থাকছে পরিচ্ছন্ন শৌচাগার ও স্নানাগার। পুরুষ ও মহিলাদের থাকার জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিধায়ক তথা বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
advertisement
তিনি জানান, জেলা পরিষদের বোর্ড গঠনের পরেই, তাদের প্রথম কাজ হবে রোগীদের সুবিধার জন্য, হাসপাতালের প্রত্যেকটি রুমে এসির ব্যবস্থা করা। আগামী দিনে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে হতে চলেছে সিটি স্ক্যান ব্যবস্থাও। রোগীদের বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে পরিকাঠামোগত ভাবে বিভিন্ন বিষয়ে দ্রুত আধুনিকরণ করা হবে।
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 8:05 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: সরকারি হাসপাতালে রোগীর পরিবারের জন্য স্বল্প টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা করল এই পৌরসভা