East Medinipur News: স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্কুলে খুশির হাওয়া মিষ্টি বিতরণ
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
- Edited by:Sudip Paul
Last Updated:
East Medinipur News: স্কুলের মেধাবী প্রাক্তন ছাত্র বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় বিদ্যালয়ে খুশির জোয়ার। পড়ুয়াদের বিতরণ করা হল মিষ্টি।
কাঁথি: স্কুলের মেধাবী প্রাক্তন ছাত্র বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় বিদ্যালয়ে খুশির জোয়ার। পড়ুয়াদের বিতরণ করা হল মিষ্টি। কাঁথি ৩ ব্লক তথা পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম অগ্রগণ্য শিক্ষা প্রতিষ্ঠান বনমালীচাট্টা হাইস্কুল। এই স্কুলে পড়াশুনা শিখে বহু কৃতি ছাত্র আজ দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তেমনই এই বনমালীচট্টা হাইস্কুলের এক প্রাক্তন ছাত্র ড: বুদ্ধদেব সাউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্য পদে নিযুক্ত হওয়ার খবরে স্বভাবতই উচ্ছসিত স্কুলের প্রাক্তন ছাত্র-শিক্ষক থেকে বর্তমান।
বুদ্ধদেব সাউয়ের গ্রামের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের অন্তর্গত গুড়গ্রামে। স্মৃতির সরণীতে চলতে গিয়ে বুদ্ধদেব সাউয়ের প্রাক্তন স্কুলের শিক্ষক বাসুদেব পড়্যা জানান, “প্রতিষ্ঠিত এই ছাত্র অন্যান্য ছাত্রদের মতো হলেও অসম্ভব জেদ এবং শৃঙ্খলাপরায়নতা ছিল। ১৯৮৮ সালে এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। প্রাক্তন ছাত্রের এই খুশির খবরে ছাত্রাবাসের পক্ষ থেকে হোস্টেলের ছাত্রদের মধ্যে মিস্টি বিলি করা হয়। এর পাশাপাশি উপস্থিত ছাত্রদের অনুপ্রাণিত করেন হোস্টেল সুপার শিক্ষক অজয় গিরি, পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা, সুমন দাস, সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: দক্ষিণবঙ্গের সবথেকে প্রাচীন রেল জংশন রেলস্টেশন কোনটি? সঠিক উত্তর অজানা অনেকের
advertisement
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা-দীক্ষা ও মেধায় অন্যান্য জেলা থেকে এগিয়ে। এই জেলা থেকে বহু মেধাবী ছাত্র-ছাত্রী বর্তমানে দেশ বিদেশে নিজে নিজে কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করছে। সেরকমই ছোটবেলা থেকে মেধাবী ছাত্র বুদ্ধদেব সাহু বর্তমানে সুনামের সঙ্গে অধ্যাপনার পাশাপাশি সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-মৃত্যুর পর ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হয়েছেন। আর তাতেই খুশি বুদ্ধদেব সাউয়ের প্রাক্তন স্কুল বনমালীচাট্টা হাইস্কুল।
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2023 11:14 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: স্কুলের প্রাক্তন ছাত্র বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্কুলে খুশির হাওয়া মিষ্টি বিতরণ