East Medinipur News: স্ত্রীকে ভাত বাড়তে বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না মৎস্যজীবী!

Last Updated:

ভাইকে নিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিখোঁজ মৎস্যজীবী

পূর্ব মেদিনীপুর: স্ত্রীকে ভাত বাড়তে বলে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী সাগর মণ্ডল। সঙ্গে ছিল ভাই সোমনাথ মণ্ডল। মাঝ নদীতে মাছ ধরার সময় হঠাৎই বিপত্তি। ঘন কালো আকাশের পেট চিঁড়ে বাজ এসে পড়ে তাঁদের নৌকার উপর। এই ঘটনার পর‌ই নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান সাগর মণ্ডল। গুরুতর জখম হন ভাই সোমনাথ।
সুতাহাটায় হুগলি নদীতে মাছ ধরার সময় এই বিপত্তি ঘটে। ওই দুই মৎস্যজীবীর বাড়ি হোড়খালি গ্রাম পঞ্চায়েতের বেগুনাবেড়িয়া এলাকায়। জখম সোমনাথ এখন হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আইসিইউ-তে আছেন। নদীতে তলিয়ে যাওয়া সাগরের খোঁজে তল্লাশি চলছে। রাত ১০টা নাগাদ নিজেদের ডিঙি নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। স্থানীয় মৎস্যজীবীদের একাংশের আবার দাবি, নৌকায় বাজ পড়েনি। কিন্তু নদীর বুকে বাজ পড়তে দেখে দুই ভাই ভয়ে নদীতে ঝাঁপ দেয়। সেই সময়ই সাগর মণ্ডল কোনভাবে তলিয়ে যান।
advertisement
advertisement
আশপাশ থেকে অন্যান্য মৎস্যজীবীরা ছুটে এসে সোমনাথকে গুরুতর আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করেন। কিন্তু দাদা সাগরকে খুঁজে পাওয়া যায়নি। রাতেই প্রশাসনের নির্দেশে নিখোঁজ সাগরের খোঁজে নদীতে তল্লাশি শুরু হয়।
এদিকে নিখোঁজ মৎস্যজীবীর পরিবার সূত্রে জানা গিয়েছে, জোয়ার-ভাটার সন্ধিক্ষণে ভাল মাছ পড়ে বলে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই নদীতে মাছ ধরতে গিয়েছিলেন দুই ভাই। সাগর স্ত্রীকে বলেছিলেন, বাবা এবং দাদাকে ভাত বেড়ে দিতে। জাল নদীতে পেতে দিয়ে আধ ঘণ্টার মধ্যেই ফিরে আসবেন বলেন। কিন্তু আর বাড়ি ফেরা হল না।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: স্ত্রীকে ভাত বাড়তে বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না মৎস্যজীবী!
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement