Bankura News: দামোদরের ভেসে যাচ্ছিলেন বৃদ্ধা, শীতের বিকেলে জীবন বাজি রেখে প্রাণ রক্ষা করে পুরস্কৃত দুই সিভিক

Last Updated:

দামোদরের ভেসে যাওয়া বৃদ্ধার প্রাণ বাঁচিয়ে চিফ মিনিস্টার ব্রেভারি অ্যাওয়ার্ডে পুরস্কৃত হলেন বাঁকুড়ার দুই সিভিক ভলেন্টিয়ার

সাহসিকতার অনন্য নজির বাঁকুড়া জেলায়
সাহসিকতার অনন্য নজির বাঁকুড়া জেলায়
বাঁকুড়া: সাহসিকতার অনন্য নজির বাঁকুড়া জেলায়। সাহসিকতার জন্যে বিশেষ সন্মান পেলেন দু’জন সিভিক ভলেন্টিয়ার।২০২২ সালের চিফ মিনিস্টার ব্রেভারি অ্যাওয়ার্ড পেলেন বড়জোড়া থানার দুই সিভিক ভলান্টিয়ার সুব্রত শিট এবং প্রদীপ হাজরা। পুলিশ সুপার বৈভব তিওয়ারি এই দু’জনের হাতে পুরস্কার মূল্যের ১ লক্ষ টাকার চেক তুলে দেন।
দিনটা ছিল ৬ ডিসেম্বর, ২০২২ সালের এক শীতের বিকেল। দুর্গাপুর ব্যারেজের কাছে ট্রাফিক সামলাতে ব্যস্ত ছিলে সিভিক ভলেন্টিয়ার সুব্রত শিট ও প্রদীপ হাজরা। শীতের বিকেল ছিল কুয়াশায় ভরা। হঠাৎ দামোদরের জলে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান তাঁরা। উঁকি মেরে যা দেখেন তাতে চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। ব্যারেজের উপর থেকে দামোদরের জলে ঝাঁপ দিয়েছেন এক বৃদ্ধা। দেরি না করে তখনই জলে ঝাঁপিয়ে পড়েন প্রদীপ আর সুব্রত। হিম শীতল দামোদরে সাঁতরে শেষ পর্যন্ত ওই বৃদ্ধাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিলেন এই দুই সিভিক ভলেন্টিয়ার। অথচ এই ঘটনায় তাঁদের নিজেদেরই প্রাণ সংশয় হতে পারত।
advertisement
advertisement
সেই সাহকিতার সরকারি স্বীকৃতি পেলেন দুই সিভিক ভলেন্টিয়ার। বাঁকুড়ার পুলিশ সুপারের হাত থেকে রক্ষা সাহসিকতার পুরস্কারের পাশাপাশি পেলেন নগদ অর্থ। এই ঘটনা সিভিক ভলেন্টিয়ারদের বিষয়ে সাধারণ মানুষের বিরূপ মনোভাব অনেকটাই দূর করবে বলে আশা পুলিশ কর্তাদের।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: দামোদরের ভেসে যাচ্ছিলেন বৃদ্ধা, শীতের বিকেলে জীবন বাজি রেখে প্রাণ রক্ষা করে পুরস্কৃত দুই সিভিক
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement