East Medinipur News: জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাজপুর সমুদ্র সৈকত সংলগ্ন জঙ্গলে আগুন
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
Last Updated:
বড়দিনের উৎসব আবহেই আগুন তাজপুর সমুদ্র সৈকত সংলগ্ন জঙ্গলে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত জঙ্গলের বহু গাছ।
#তাজপুর: বড়দিনের উৎসব আবহেই আগুন তাজপুর সমুদ্র সৈকত সংলগ্ন জঙ্গলে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত জঙ্গলের বহু গাছ। বড়দিনের উৎসব আবহে দিঘা থেকে মন্দারমনি মন্দারমনি থেকে তাজপুর প্রতিটি সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রে তিল ধারনের স্থান নেই পর্যটকদের উপচে পড়া ভিড়ে। রবিবার পেরিয়েও সোমবারও ভিড় লক্ষ্য করা যায়। এক কথায় বলা চলে বড়দিন থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর ও ইংরেজি নববর্ষের প্রথম দিন পর্যন্ত ছুটির মুডে বঙ্গবাসী। উৎসব আবহেই জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাজপুর সমুদ্র সৈকত সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন লাগে।
এদিন দুপুর বেলায় তাজপুর সমুদ্র সৈকত সংলগ্ন জঙ্গলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চাঞ্চল্য ছড়ায় তাজপুরে পিকনিক করতে আসা পর্যটকদের মধ্যে। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই জঙ্গলে থাকা বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত তাজপুর সমুদ্র সৈকত কেয়া ইউক্যালিপটাস ঝাউ সহ বিভিন্ন গাছ গাছালির ঘন জঙ্গল রয়েছে। সেই জঙ্গলেই আগুন লাগে।
advertisement
advertisement
আগুনের উৎস খুঁজতে প্রশাসনের পক্ষ থেকে আগুন লাগার ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের একাংশ তা জানান বনের ভেতর পিকনিকের জন্য পিকনিক থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। আর এই ঘটনায় পরিবেশপ্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এভাবে বা বনের ভেতরে পিকনিক করাটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক। বনের ভিতর যাতে কেউই পিকনিক না করতে পারে তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে। তাদের দাবি প্রশাসন এর বিষয়ে নজর রাখুক।
advertisement
Saikat Shee
Location :
First Published :
December 26, 2022 6:14 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাজপুর সমুদ্র সৈকত সংলগ্ন জঙ্গলে আগুন