East Medinipur News: প্রতিমা ভাসানে পরিবেশ সচেতনতার বার্তা এগরায়!
- Published by:Piya Banerjee
Last Updated:
East Medinipur News: প্রতিমা নিরঞ্জনে পরিবেশ সচেতনতার বার্তা দিল পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের একটি পুজো কমিটি।
#এগরা: দূষণ বর্তমান সময়ে দিন দিন মাথা ছাড়া দিচ্ছে। কালী পূজার সময় ব্যাপক হারে বায়ু দূষণ হয় আতশবাজির কারণে। কালী পুজো শেষ আলোর রোশনাই নিভেছে। কালীপুজোর প্রতিমা নিরঞ্জনেও পরিবেশ সচেতনতার বার্তা দিল এগরা শহরের একটি পুজো কমিটি।
প্রতিমা নিরঞ্জন বা ভাসানের পর ব্যাপক হারে জল দূষণ হয়ে থাকে নদনদী পুকুর খালবিলে। দেন না প্রতিমা নিরঞ্জন এর পর প্রতিমার দেহে থাকা অলংকার ও গায়ের রং থেকে জলে কেমিক্যাল দূষণ ঘটায়। আবার কাঠামো জলে পচে দূষণ ছড়ায়। এবার আর দূষণ নয় পরিবেশ রক্ষা। পাম্পের সাহায্যে নিরঞ্জন হল কালীপ্রতিমা।
দমকলের হোস পাইপ দিয়ে দেবী প্রতিমা গলানো হল মণ্ডপের ভিতরেই। এগরা একতা সংঘের ৪০ ফুটের প্রতিমা গলানো হল মন্ডপের ভেতরে। প্রতিমা নিরঞ্জনের কারণে, দূষণ অন্যতম একটি মাথাব্যাথার কারণ হয়ে ওঠে প্রতিবছর। সেই দূষণ যাতে কমানো যায় এবং পরিবেশ রক্ষা করা যায়, সেই কারণেই পুজো মণ্ডপের ভিতরে দেবী প্রতিমা নিরঞ্জনের ভাবনা একতা পুজো কমিটির। উদ্যোক্তাদের কথায় পরিবেশ সুস্থ থাকলে তবেই আমরা সুস্থ থাকব। সেই ভাবনা থেকে তাদের এই উদ্যোগ।
advertisement
advertisement
Saikat Shee
view commentsLocation :
First Published :
October 29, 2022 11:33 PM IST