Durga Puja 2023: দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে দুর্গামণ্ডপ পাঁশকুড়াতে, পুজোর বাজেট ৮ লাখ

Last Updated:

Durga Puja 2023: এবার দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করতে কলকাতা যেতে হবে না। পাঁশকুড়াতে এলেই আপনি দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাবেন

+
পাঁশকুড়া

পাঁশকুড়া ক্যানেল বাজার দুর্গাপূজা কমিটি

পাঁশকুড়া: বাংলার অন্যতম তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বরের মন্দির। তবে এবার দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করতে কলকাতা যেতে হবে না। পাঁশকুড়াতে এলেই আপনি দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাবেন। তবে তা ইট বালি সিমেন্টের কোনও স্থাপত্য নয়। বাঁশ দিয়ে নির্মিত দূর্গা পূজার মণ্ডপ। পাঁশকুড়া থানার অদূরেই ক্যালেন বাজার দুর্গা পুজা কমিটির এবারের থিম কলকাতার দক্ষিণেশ্বরের কালীমন্দির।
বর্তমান সময়ে সার্বজনীন পুজা গুলোতে থিমের বাহুল্য কলকাতার গণ্ডি ছাড়িয়ে এখন জেলায় জেলায়। ফলে কলকাতার পাশাপাশি জেলার দুর্গাপূজো গুলিতে বাড়ছে জাঁকজমক। ফলে দুর্গাপূজার দিনগুলোতে মণ্ডপে মণ্ডপে ভিড় টানতে জেলার বিভিন্ন এলাকার বিভিন্ন পুজো কমিটি একে অপরকে থিমের চমকে টেক্কা দিতে মরিয়া।
advertisement
পাঁশকুড়া পৌর এলাকা ও ব্লক এলাকা মিলিয়ে যতগুলো বড় বাজেটের পুজো রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি পুজো কমিটি পাঁশকুড়া ক্যানেল বাজার শারদ উৎসব কমিটি। এবারের তাদের পুজো ৭৯ তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এ বছরের থিম কলকাতার দক্ষিণেশ্বরের কালীমন্দির।
advertisement
দক্ষিণেশ্বরের নবরত্নের মন্দির আদলেই তৈরি হচ্ছে বাঁশ দিয়ে মূলমণ্ডপ। এই পুজোর মূল উদ্যোক্তা পুরুষেরা হলেও মহিলারা সমানভাবে অংশগ্রহণ করেন। পুজোর বাজার থেকে চাঁদা তোলো, পুজোর দিনগুলি মণ্ডপের সমস্ত দায়িত্ব থাকে মহিলাদের ওপর। এই পুজো কমিটির এবারের পুজোর বাজেট প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা। পুজোর দিনগুলিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দুঃস্থদের পোশাক বিতরণের উদ্যোগ নিয়েছে পুজো কমিটি।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2023: দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে দুর্গামণ্ডপ পাঁশকুড়াতে, পুজোর বাজেট ৮ লাখ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement