Dengue: পুজোর আগে শহর থেকে তাড়াতে হবে ডেঙ্গি! বিশেষ পদক্ষেপ পুরসভার!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Dengue: সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজু। তার আগেই এলাকাকে ডেঙ্গি মুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিল পুরসভা!
তমলুক: বর্ষাকাল মানেই ডেঙ্গির উপদ্রব। রাজ্যজুড়ে বিভিন্ন পৌর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও ডেঙ্গির প্রকোপ লক্ষ্য করা গিয়েছে। রাজ্যের মানুষকে ডেঙ্গির হাত থেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য দফতর ও প্রশাসন বিশেষ ভূমিকা গ্রহন করে চলেছে। ডেঙ্গি সচেতনতায় একাধিক কর্মসূচি গ্রহন করা হয়েছে। তার পরেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এবার পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভা পুজোর আগের ডেঙ্গি রোধে বিশেষ ভূমিকা গ্রহণ করল। পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে এলাকায় এলাকায় নজদারি বাড়াতে এবার পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভার পক্ষ থেকে সাফাই কর্মী ও পৌর কর্মীদের বিশেষ পোশাক প্রদান করা হয়।
প্রসঙ্গত ডেঙ্গি রোধে পৌর এলাকায় বাড়ি গিয়ে কাজ করছে সাফাই কর্মীসহ পৌরসভার কর্মীরা। কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি রোধে সাফাই বা সচেতনতার কাজ করতে গিয়ে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে পৌর কর্মচারীদের। বাড়ি বাড়ি গিয়ে জমা জল ও জঞ্জাল সাফাই কীটনাশক স্প্রে করার কাজের সময় বাধা দিচ্ছে সাধারণ মানুষেরা। অপরিচিত হিসাবে এলাকায় ডেঙ্গি রোধ অভিযানে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে পৌর কর্মচারীরা। ফলে পৌর এলাকায় ডেঙ্গি অভিযান জারি রাখতে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় সাফাই কর্মী, স্বাস্থ্য কর্মী সহ প্রায় ৩৫০ জনের হাতে হলুদ ও সবুজ রংয়ের বিশেষ পোশাক তুলে দেন
advertisement
advertisement
পোশাক প্রদানের পর তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় জানান, পৌর কর্মীদের ডেঙ্গি সচেতনতার কাজের সুবিধার্থে এই ধরনের পোশাক প্রদান করা হয়। অনেক সময় পৌর কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করতে গেলে ভীষণ সমস্যার মুখে পড়তে হয়। তারা যাতে সমস্যায় না পড়ে। সুন্দর ভাবে কাজ করতে পারে, সাধারণ মানুষ যাতে তাদের চিনতে পারে তার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। পৌর এলাকায় এখনও পর্যন্ত সেই ভাবে আক্রান্তের সংখ্যা না থাকলেও এক পরিযায়ী শ্রমিক আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। পৌরবাসী যাতে সুস্থ থাকে তার জন্য তাম্রলিপ্ত পুরসভার পক্ষ থেকে ব্লিচিং ছড়ানো, স্প্রে করা, ধোঁয়া দেওয়া ও গাপ্পি মাছ ছাড়ার কাজ জারি রয়েছে। সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপূজা, আর দুর্গাপূজার আগে পৌর এলাকাকে ডেঙ্গি মুক্ত রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করল তাম্রলিপ্ত পৌরসভা
advertisement
Saikat Shee
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2023 9:04 PM IST