Purba Medinipur News: দীর্ঘদিন থেকে বেহাল স্কুল বিল্ডিং, ক্লাস নেওয়া হচ্ছে অন্যত্র!

Last Updated:

১৮ টি ক্লাস রুম বেহাল দশা দীর্ঘ ৬ বছর ধরে সরকারের দরজায় কড়া নাড়ছেন রাজনগর রামচন্দ্র আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে সাওরাবেড়িয়া জলপাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৯৫৪ সালে গড়ে ওঠা রাজনগর রামচন্দ্র আদর্শ বিদ্যাপীঠ।

+
নন্দকুমার

নন্দকুমার পঞ্চায়েত সমিতি

#পূর্ব মেদিনীপুর : ১৮ টি ক্লাস রুম বেহাল দশা দীর্ঘ ৬ বছর ধরে সরকারের দরজায় কড়া নাড়ছেন রাজনগর রামচন্দ্র আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে সাওরাবেড়িয়া জলপাই গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৯৫৪ সালে গড়ে ওঠা রাজনগর রামচন্দ্র আদর্শ বিদ্যাপীঠ। এই স্কুলে বর্তমানে ১৮ টি ক্লাসরুম বেহাল দশা ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি আংশিক ভূমিকম্পে এই স্কুলের ১৮ টি ক্লাসরুমের দেওয়াল ভেঙে যায়। পরে সেই স্কুলের অবস্থায় আরও অবনতি হয়। ভগ্নপ্রায় বিল্ডিংয়ে ক্লাস এতদিন চলছিল, কিন্তু বর্তমানে আর ছাত্র-ছাত্রী ক্লাস করতে চাইছে না।
অবশেষে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবক অভিভাবকদের ডেকে সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস বন্ধ করা হয়েছে ওই রুমগুলিতে। এলাকার রাজনগর, রাধানগর চক, কলাগেছ্যা, ছয়পুকার, চুনাখালি, দয়ালদাসী, শ্যামসুন্দরপুর, মন সন্তোষ, সাওরাবেড়িয়া জালপাই, খিরিশতলা, পানি স্মৃতি পুরুলিয়া কালাপিনা এইরকমই ১৩ টি গ্রামের ছাত্র-ছাত্রীরা এই স্কুলে আসে। বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২০০।
আরও পড়ুনঃ মেঘ ও রোদের লুকোচুরি খেলায় নাজেহাল প্রতিমা শিল্পীরা!
স্কুলের বিল্ডিং এতটাই খারাপ যে ভয়ে ছাত্র-ছাত্রী অভিভাবকরা স্কুলে পাঠাতে চাইছে না তারা অন্য জায়গায় ভর্তি করাতে চাইছেন। ক্লাস করতে ভয় পাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারও ক্লাসে যেতে চাইছে না। ছাত্রছাত্রীরা ভয়ে ভয়ে থাকে কখন তাদের মাথায় পড়বে বড় বড় চাঙড়। স্কুলের সামনে মাঠে তারা টিফিনে খেলাধুলা করতে পারে না। যে কোনও মুহূর্তে বিল্ডিং ভেঙে পড়তে পারে তাদের উপর এই আশঙ্কায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দিঘায় দানবীয় জলোচ্ছ্বাস! সকাল থেকেই প্রশাসনের সতর্কতা অবলম্বন
স্কুলের পক্ষ থেকে এলাকার বিধায়ক, বিডিও, ডিআই, ডি এম, সবাইকেই জানিয়েছেন কিন্তু আজও পর্যন্ত কোন ফল হয়নি। স্কুলের ১৮ টি ক্লাসরুম আজও বেহাল। বর্তমানে স্কুল কর্তৃপক্ষ রোটেশন অনুযায়ী বিভিন্ন ক্লাসের ক্লাস করাচ্ছেন স্কুলের হস্টেলে ও অডিটোরিয়ামে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: দীর্ঘদিন থেকে বেহাল স্কুল বিল্ডিং, ক্লাস নেওয়া হচ্ছে অন্যত্র!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement