East Medinipur News: কোলাঘাটে ভয়াবহ দুর্ঘটনা! আহত বাস চালক সহ ১০
- Published by:Anulekha Kar
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
বরাত জোরে বাঁচল বাসের যাত্রীরা। বাসের চাকা ব্লাস্ট করে ভয়াবহ দুর্ঘটনা ঘটল কোলাঘাটে।
কোলাঘাট: বরাত জোরে বাঁচল বাসের যাত্রীরা। বাসের চাকা ব্লাস্ট করে ভয়াবহ দুর্ঘটনা ঘটল কোলাঘাটে। ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০। এদিন দ্রুত গতিতে চলা বাস চাকা ব্লাস্ট করে নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি গাড়ির পেছনে ধাক্কা মারে। তারপর বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় মোট ৫ গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। রাস্তার পাশে থাকা একটি দোকান ঘরে ঢুকে যায় বাসটি। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত বাস চালক।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কে (মুম্বাই রোড) এ ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ওড়িশা থেকে কোলকাতাগামী বাসের সামনের চাকা ফেটে করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ডাম্পারের পেছনে ধাক্কা মেরে রাস্তার ধারে একটি গাড়ির গ্যারেজে ঢুকে যায় বাসটি। মোট পাঁচটি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। আহত চালক সহ বেশ কয়েকজন বাস যাত্রী। দুর্ঘটনার কবলে পড়া বাসটির ইমারজেন্সি এক্সিট গেট ভেঙে যাত্রীদের উদ্ধার করা হয়।
advertisement
advertisement
দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কোলাঘাট থানার বাড়িশা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় কলাঘাট থানার পুলিশ । ক্রেন এনে গাড়িগুলিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছন কোলাঘাট থানার পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
advertisement
প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জাতীয় সড়ক রাজ্য সড়ক এমনকী গ্রামীণ সড়কে পথ দুর্ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। যা নিয়ে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। জেলার বিভিন্ন জাতীয় সড়ক রাজ্য সড়ক ও গ্রামীন পথ দুর্ঘটনার রাশ টানতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। কিন্তু তারপরও পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রাস্তায় পথ দুর্ঘটনার শিকার হচ্ছে গাড়িচালক থেকে সাধারণ পথচারী। এদিন সকালে নম্বর জাতীয় সড়কের কোলাঘাট থানা এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2023 6:18 PM IST