Bangla News: বয়সকে তুড়ি মেরে এই মানুষটি যা করছেন, শুনলে অবাক হয়ে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
১৯৬২ সালে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধাড়া মহাশয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে আসা। ৮৫ তে এসেও রাজনৈতিক ময়দানে প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিচ্ছেন।
মহিষাদল: বয়সটা একটা সংখ্যা মাত্র, মনের জোর ও আদর্শ সামনে থাকলে সেই বয়েসটা কেউ হার মানাতে হয়। তার আদর্শ উদাহরণ শম্ভুনাথ সাহু। বয়সটা তার ৮৫ হলেও নির্বাচনের মাঠে তিনি চির তরুণ। কুড়ি বছর বয়স থেকে রাজনীতির পথচলা, নিখাদ ডানপন্থী ঘরানার এই নেতা জাতীয় কংগ্রেস থেকে পরে তৃণমূলে কংগ্রেসের হয়ে রাজনীতি যেমন করছেন, জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
১৯৬২ সালে কলেজ রাজনীতি থেকে রাজনীতির আঙিনায় পদচরণ শুরু শম্ভু সাহুর মূলত জাতীয় কংগ্রেসের আদর্শে ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধাড়া মহাশয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে আসা। ১৯৮৮ সালে গ্রাম পঞ্চায়েতে লড়াই করে জয় লাভ করেন এরপর ১৯৯৩ সালে প্রধান হন। সেই পথচলা শুরু দীর্ঘ সময় কখনও গ্রাম পঞ্চায়েত কখনও পঞ্চায়েত সমিতিতে লড়াই করেছেন কোনদিন হার মানেননি তিনি। ২০০১ মমতার আর্দশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।
advertisement
advertisement
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিষাদল পঞ্চায়েত সমিতির ৮ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে পঞ্চায়েত সমিতিতে লড়াই করছেন। জয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী। তাই ৮৫ বছরের এই শম্ভু সাহুর উপর ভরসা রেখেছে দল। শিক্ষকতার সঙ্গে সঙ্গেই সমাজ সেবার জন্য রাজনীতিতে যোগদান।
advertisement
টানা ৩০ বছর জয়লাভ করে সাধারন প্রান্তিক মানুষের পাশে থেকে কাজ করেছে। তবে বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট কিছুটা ব্যথিত করেছে শম্ভুনাথ সাহুকে। বর্তমান সময়ে রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে আক্ষেপ তাঁর সমস্ত কিছু বলে এই বয়সেও অন্যান্য দলের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সমানতালে প্রচার করছেন তিনি।
advertisement
—— Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2023 8:47 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Bangla News: বয়সকে তুড়ি মেরে এই মানুষটি যা করছেন, শুনলে অবাক হয়ে যাবেন