Purba Medinipur News: দিঘায় শুরু হল 'বাংলা মোদের গর্ব' শীর্ষক মেলা

Last Updated:

শীতের আমেজে চলতি সপ্তাহে শনি রবিবার দিঘায় আসা পর্যটকদের বাড়তি পাওনা সরকারি উদ্যোগে মেলা। রাজ্য তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগে তিন দিনের জন্য দিঘায় শুরু হয়েছে বাংলা মোদের গর্ব শিক্ষক মেলা প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান।

+
দিঘায়

দিঘায় বাংলা মোদের গর্ব  মেলা

#দিঘা : শীতের আমেজে চলতি সপ্তাহে শনি রবিবার দিঘায় আসা পর্যটকদের বাড়তি পাওনা সরকারি উদ্যোগে মেলা। রাজ্য তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগে তিন দিনের জন্য দিঘায় শুরু হয়েছে বাংলা মোদের গর্ব শিক্ষক মেলা প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী সহ তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক রামনগর এক ব্লকের বিডিওসহ অন্যান্য আধিকারিকগণ। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠানের সূচনা হল দিঘায় ৩ দিনের জন্য। এই অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। সেখানে তুলে ধরা হবে রাজ্যের বিভিন্ন প্রকল্প। বিক্রি হবে স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রী। এছাড়াও জেলার শিল্পীদের নিয়ে প্রতিদিন সন্ধেয় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
আরও পড়ুনঃ সামনে এল তমলুকের পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ
শুক্রবার ওল্ড দিঘার বিশ্ব বাংলা- ২ ঘাটে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মেলায় মূলত হস্তশিল্প ও স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্যের বিক্রির জন্য বিভিন্ন স্টল রয়েছে। এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড এর মাধ্যমে তথ্যচিত্র তুলে ধরা হয়েছে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কে। মেলায় রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের স্টল। যেমন লক্ষ্মীর ভান্ডার থেকে ১০০ দিনের কাজ আবার 'কৃষক বন্ধু' স্টল রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাঁশকুড়ার সংস্কৃতিপ্রেমী মানুষদের জন্য সুখবর
অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান, 'বাংলা কথা বাঙালির গর্ব করার অনেক জিনিস রয়েছে সেই সবকে তুলে ধরার একটি প্রয়াস। মেলায় হস্তশিল্পী ও সহায়ক দলগুলির পণ্য সামগ্রী স্টল রয়েছে পর্যটক এর পাশাপাশি এলাকার মানুষজনদের বলব আপনারা মেলায় আছেন স্টল থেকে সেই সব জিনিসপত্র কিনুন। যাতে করে তাদের পাশে দাঁড়ানো যায়।' এছাড়াও তিনি বলেন দিঘাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: দিঘায় শুরু হল 'বাংলা মোদের গর্ব' শীর্ষক মেলা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement