East Medinipur News|| তমলুকে ভেঙে ফেলা হল সরকারি আবাস যোজনার বাড়ি

Last Updated:

East Medinipur: জায়গা সংক্রান্ত জটিলতার কারণে বাড়িটি ভেঙে ফেলা হয়।  আবাস যোজনার পাওয়ার জন্যই যে দাগ নম্বর দাখিল করেছিল সেই দাগে বাড়ি না করে পাশের দাগে বাড়ি বানিয়েছেন।

+
title=

#তমলুক, পূর্ব মেদিনীপুর: হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হল আবাস যোজনার টাকায় নির্মিত হওয়া পাকা বাড়ি। তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডে চাঁদখোয়া মৌজায় বাড়িটি নির্মিত হয়েছিল। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ আসায় তমলুক মহকুমা শাসকের তত্ত্বাবধানে পি ডব্লিউ ডি হাইওয়ে ডিভিশন ওই পাকা বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। বাড়িটি প্রায় ছয় বছর আগে আবাস যোজনার প্রাপ্ত টাকায় বাড়িটি নির্মাণ করেছিল জৈনক ব্যক্তি। বাড়িটির জমিজট এর একটি সমস্যা ছিল। সেই সমস্যা হাইকোর্টে গড়ায়। হাইকোর্ট সবদিক বিচার করে সরকারি জায়গার উপর থাকা বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেয়।
 পি ডব্লিউ ডি হাইওয়ে ডিভিশন সূত্রে জানা যায়, পি ডব্লিউ ডি এর জায়গার ওপর জনৈক ব্যক্তি বাড়িটি নির্মাণ করেছিল। কোর্টের নির্দেশ আসার পরই বাড়ির মালিককে বাড়ি ভেঙে ফেলার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি তা না মানায়, পি ডব্লিউ ডি হাইওয়ে ডিভিশন তমলুক মহকুমা শাসকের কাছে আবেদন জানায়। মহকুমা শাসক আবেদন মঞ্জুর করেন। তারপরই বিশাল পুলিশবাহিনী উপস্থিতিতে এদিন বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করে পি ডব্লিউ ডি হাইওয়ে ডিভিশন।
advertisement
advertisement
বাড়ির মালিক জানিয়েছেন, ছ বছর আগে তিনি আবাস যোজনা টাকায় বাড়িটি নির্মাণ করেছিলেন। বাড়িটি প্রশাসন থেকে ভেঙে ফেলার কারণে আশ্রয়হীন হয়ে পড়েছেন। যদিও প্রশাসন সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বাড়ি নির্মাণের সময়, আবাস যোজনার পাওয়ার জন্যই যে দাগ নম্বর দাখিল করেছিল সেই দাগে বাড়ি না করে পাশের দাগে বাড়ি বানিয়েছেন। বাড়িতে যে জায়গায় নির্মিত হয়েছিল তা পি ডব্লিউ ডি হাইওয়ে ডিভিশনের জায়গা। জায়গা সংক্রান্ত জটিলতার কারণে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News|| তমলুকে ভেঙে ফেলা হল সরকারি আবাস যোজনার বাড়ি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement