East Bardhaman News: শ্বশুরবাড়িতে জামাই আদর নয়, মিলল জামাইয়ের ঝুলন্ত দেহ! অস্বস্তিতে পরিবার

Last Updated:

রাজেনের শ্বশুর মৃন্ময় ঘোষ বলেন, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। বাড়ির সদস্যরা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। ফিরে এসে দেখে ওদের ঘরের দরজা বন্ধ।

+
title=

#পূর্ব বর্ধমান: ভাতারের নরজা গ্রামে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল জামাইয়ের মৃতদেহ। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার ভাতারের পালার গ্রামের বাসিন্দা রাজেন ঘোষের এক বছর আগে বিয়ে হয়েছিল নরজা গ্রামে রিমা ঘোষের সঙ্গে। এরপর মহালয়ার দিনে রাজেন ঘোষ শ্বশুর বাড়ি নরজা গ্রামে যান । শুক্রবার রাত্রে রাজেন ঘোষের পরিবারের লোকজন খবর পায় রাজেন ঘোষ গলায় ফাঁস লাগিয়েছে।
আরও পড়ুন Hooghly News: অতিরিক্ত কাজের চাপ দিচ্ছে বস, সোজা কাটারির কোপ ব্যাঙ্ক কর্মীর!
স্থানীয় সূত্রের খবর, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাজেনকে মৃত বলে ঘোষণা করেন। খবর যায় পুলিশে৷ শেষে পুলিশই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তবে ঠিক কী কারণে রাজেনের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। উত্তর নেই তাঁর পরিবারের সদস্যদের কাছেও। খুনের অভিযোগ করেছেন রাজেনের বাবা মাণিক ঘোষ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।
advertisement
advertisement
 
এ বিষয়ে দাদা সুমন ঘোষ জানান, আমার ভাইকে প্ল্যান করে মেরে ফেলা হয়েছে। আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। পাঁচ জনের নামে ভাতার থানায় জানানো হয়েছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি করেন তিনি।
advertisement
রাজেনের বাবার এই দাবির পরই স্বভাবতই রাজেনের শ্বশুরবাড়ির লোকজনদের অস্বস্তি বেড়েছে। ইতিমধ্যেই রাজেনের পরিবারও ও তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। রাজেনের শ্বশুর মৃন্ময় ঘোষ বলেন, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। বাড়ির সদস্যরা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। ফিরে এসে দেখে ওদের ঘরের দরজা বন্ধ। এরপরেই সিলিং ফ্যান থেকে রাজেনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: শ্বশুরবাড়িতে জামাই আদর নয়, মিলল জামাইয়ের ঝুলন্ত দেহ! অস্বস্তিতে পরিবার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement