Purba Bardhaman News: ব্যতিক্রমী ভাবে নিজের জন্মদিন পালন করলেন পূর্ব বর্ধমানের এক মহিলা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
এক মহিলা নিজের জন্মদিনটি অভিনব উপায়ে পশু পাখি এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করে সমাজের বুকে একটি দৃষ্টান্ত রাখলেন।
পূর্ব বর্ধমান, মেমারী: ব্যতিক্রমী ভাবে নিজের জন্মদিন পালন করলেন পূর্ব বর্ধমানের এক মহিলা। যে জন্মদিন পালনের কথা অবাক করবে পশুপ্রেমী সহ সকল মানুষকে। পরিবেশ ও পশুপ্রেমকে সামনে রেখে নিজের জন্মদিন পালন করলেন এই মহিলা। এনার নাম ঐশী সিংহ রায়। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। বৃক্ষরোপণ, পথকুকুরদের টিকাকরণ, দেশীয় পাখিদের পরিবেশে মুক্ত করা কিমবা জীবজন্তুদের মুখে খাবার তুলে দেওয়ার মত একাধিক মহতি উদ্যোগের মধ্যে দিয়ে নিজের জন্মদিন উদযাপন করলেন এই মহিলা।
নিজের জন্মদিনে এহেন উদ্যোগ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার মেমারির ঐশী সিংহ রায়ের প্রতিক্রিয়া, “প্রতি বছরের ন্যায় ১৯ শে জুলাই আমি ঐশী সিংহ রায় আমার জন্মদিন পালন করি অবলা প্রাণীদের সাথে। মানব কল্যাণার্থে মেমারি এলাকাতে পথ কুকুরদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্প করা হচ্ছে। প্রায় একশোর ওপর কুকুরকে ভ্যাকসিনেশন করা হয়েছে। এরপর আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, যেখানে প্রায় ৫০ এর ওপর রক্তদাতা রয়েছেন।”
advertisement
advertisement
নিজের এই বিশেষ দিনটি এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়েই অতিবাহিত করার কথাও জানিয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন বার্ডওয়ান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার নামক সংস্থার সহায়তাতেই এই কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
advertisement
বার্ডওয়ান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার সংস্থার অর্ণব দাস এই প্রসঙ্গে জানিয়েছেন, “ওনার জন্মদিন, তো উনি সেই মতো আমাদের সাথে কথা বলেছিলেন। আমরা সকালবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে শুরু করি। দেশীয় পাখি যেগুলো মানুষ খাঁচার মধ্যে বন্ধ করে দিচ্ছে সেগুলিকেউ আমরা প্রকৃতির মধ্যে ছাড়ি, কিছু মুনিয়া আছে, কিছু শ্যামসুন্দর, টিয়া পাখি রয়েছে। সেগুলিকে প্রকৃতির মধ্যে ছেড়ে দিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। ১০০ টির মতো পথ কুকুরদের জন্য ভ্যাকসিনেশন ক্যাম্প করেছি। জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে যাতে কামড়ালে বিষ না হয়।”
advertisement
এছাড়াও এনজিওর ওই সদস্য আরো জানান, “আমার এনজিওতে ৩৬ টা মতো কুকুর রয়েছে, শিয়াল রয়েছে, প্যাঁচা রয়েছে সেগুলিকেও খাওয়ানোর ব্যবস্থা উনি করেছেন। এইভাবে আমাদের সাথে সুন্দর ভাবে অ্যানিমেল গুলো নিয়ে জন্মদিন পালনের চেষ্টা করছেন।” আর এভাবেই, সব মিলিয়ে নিজের জন্মদিনটি অভিনব উপায়ে পশু পাখি এবং মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সমাজের বুকে একটি দৃষ্টান্ত রাখলেন পূর্ব বর্ধমানের মেমারির ঐশী সিংহ রায়।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2023 12:49 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: ব্যতিক্রমী ভাবে নিজের জন্মদিন পালন করলেন পূর্ব বর্ধমানের এক মহিলা