Burdwan University: সরস্বতী পুজোর পরের দিন তত্ত্ব দেওয়া-নেওয়ায় মাতল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

Last Updated:

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বহু পুরনো রীতি সরস্বতী পুজোর পরের দিন ছাত্র-ছাত্রীরা পরস্পরকে তত্ত্ব তুলে দেবে। এই বছরও তাই হল। আর তা নিয়েই উৎসবের পরিবেশ তৈরি হল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে

+
title=

পূর্ব বর্ধমান: দীর্ঘ দু'বছর পর আবার বসন্ত এল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। গত দু'বছর ধরে যে-দিনটার অপেক্ষায় ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। আর সেই দিনটা আসতেই উৎসব আনন্দে মেতে উঠলেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রছাত্রীরা। হল উপহার আদান-প্রদান। বহু পুরনো রীতি মেনে সরস্বতী পুজোর পরের দিন তত্ত্ব নিয়ে ছাত্রাবাসে হাজির হলেন ছাত্রীরা। আবার ছাত্রাবাসের আবাসিকরাও উপহারের নিয়ে পৌঁছে গেলেন ছাত্রীদের হোস্টেলগুলিতে।
এই দৃশ্য দেখে অনেকেই বলছেন, এখানে আজ বসন্ত। এখানে আজই প্রেমের দিন। ভালবাসার সূচনা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হস্টেলে হস্টেলে শুক্রবার প্রেমের 'তত্ত্ব বিনিময়' হয়। এমনিতে সরস্বতী পুজোকে বাঙালির অঘোষিত প্রেম দিবস‌বলা হয়। আর তার পরেরদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গার্লস ও বয়েজ হস্টেলের মধ্যে 'তত্ত্ব আদানপ্রদান'-এর মাধ্যে হয় এক অন্যরকম ভালোবাসার উদযাপন। আর সেই রীতির হাত ধরেই এই মাঘে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নেমে এল অকাল বসন্ত।
advertisement
advertisement
সরস্বতী পুজোর পরের দিন একেবারে ঢাকঢোল পিটিয়ে বর-কনের বাড়ির মতোই ছাত্রী আবাস থেকে ছাত্রাবাস এবং ছাত্রাবাস থেকে ছাত্রীদের আবাসে নিয়ে যাওয়া হয় উপহারের ডালি। তত্ত্বের ডালি আদান প্রদানের মধ্যে দিয়ে দিনভর হৈ-হুল্লোড়ে মেতে ওঠে গোটা ক্যাম্পাস।
advertisement
আবাসিক পড়ুয়ারা তত্ত্বের ডালি সাজিয়ে, বাজনা বাজিয়ে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন। গার্গী, নিবেদিতা, সরোজিনী, মিরাবাঈয়ের আবাসিক ছাত্রীরা বিয়ের মত গায়ের হলুদের সাজে তত্ত্বের ডালা সাজিয়ে রঙের বেরঙের শাড়ি পরে তারা অরবিন্দ, নেতাজি, চিত্তরঞ্জন, বিবেকানন্দ, রবীন্দ্র ছাত্রাবাসে হাজির হয়। ছাত্রাবাসের পড়ুয়ারা ফুল দিয়ে অভ্যর্থনা জানায় তাদের। একইভাবে ছাত্রাবাসের ছাত্ররা নতুন জামা-কাপড় পরে উপহারের ডালি সাজিয়ে বাজনা বাজিয়ে উপস্থিত হয় ছাত্রীদের হোস্টেলে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Burdwan University: সরস্বতী পুজোর পরের দিন তত্ত্ব দেওয়া-নেওয়ায় মাতল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement