East Bardhaman News- জামালপুরে সরকারি স্কুলে উড়ছে দলীয় পতাকা, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দেখা গেল এমন দৃশ্য

Last Updated:

সরকারি স্কুলে উড়ছে দলীয় পতাকা। উঠছে নানা প্রশ্ন। 

#পূর্ব বর্ধমান : সরকারি স্কুলে উড়ছে দলীয় পতাকা। রীতিমত বাঁশ বেঁধে তোলা হল তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। ১ জানুয়ারী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বিভিন্ন জায়গায় চলছে দলীয় কর্মসূচী। এরই মধ্যে দলীয় পতাকা উড়তে দেখা গেল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের আবুইঝাটি গ্রামের অন্তর্গত রানাপাড়া রক্ষাকালী প্রাথমিক বিদ্যালয়ে (East Bardhaman News)। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবক সহ সকলেই।
এ বিষয়ে প্রধান শিক্ষক অমিত সরেন বলেন, "শুনলাম দলীয় পতাকা লাগানো হয়েছে স্কুলে। আমি সমস্ত বিষয় খতিয়ে দেখে তারপর বলতে পারবো। এর ব্যবস্থাও নেবো। তবে স্কুলের তরফে এমন কোনও অনুমতি দেওয়া হয় নি।"
জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান বলেন, "স্কুলে দলীয় পতাকা লাগানো কাম্য নয়। খবর নিয়ে দেখা হবে। উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে।" (East Bardhaman News)
advertisement
advertisement
অন্যদিকে জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি বলেন, "দলীয় কর্মসূচির জন্য ফাঁকা জায়গা দরকার হয়। সেই জন্য হয়তো দলীয় কর্মীদের কেউ স্কুলে কর্মসূচী পালন করার জন্য পতাকা লাগিয়েছে। স্কুল যেহেতু বন্ধ, তাই দলীয় পতাকা লাগানো হয়েছে। খবর পেলাম, খতিয়ে দেখা হবে বিষয়টা"।
তবে এভাবে স্কুলে দলীয় পতাকা উত্তোলন করা নিয়ে উঠছে প্রশ্ন। শিক্ষা প্রতিষ্ঠানে কেন এভাবে উড়ল দলীয় পতাকা দলের পাশাপাশি দলের বাইরেও শুরু হয়েছে গুঞ্জন।
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News- জামালপুরে সরকারি স্কুলে উড়ছে দলীয় পতাকা, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দেখা গেল এমন দৃশ্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement