East Bardhaman News: রেলের সিদ্ধান্তে বিপাকে পাল্লা রোড রেল স্টেশনের চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ীরা 

Last Updated:

রেলের জায়গা পুনরুদ্ধার করতে পদক্ষেপ রেলওয়ের।১৪ জুনের মধ্যে জবরদখলকারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ রেল কর্তৃপক্ষের। 

+
রেলের

রেলের জায়গায় বসবাসকারী পরিবারের লোকজন

#পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার পাল্লা রোড রেল স্টেশনের পাশে অন্ততপক্ষে ৭০টি পরিবার ও ব্যাবসায়ী বসবাস করে । এই সকল পরিবারের সদস্যরা দীর্ঘ প্রায় ২০ বছর ধরে রেলের এই জায়গায় বসবাস করছেন । কিন্তু সম্প্রতি তাদের ওই জায়গা ছেড়ে অন্যত্র স্থানান্তরিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় তাতে বলা হয়েছে, ১৪/০৬/২০২২ তারিখের মধ্যে দোকান ঘর এবং জায়গা দখলকারীদের রেলের জায়গা ছেড়ে দিতে হবে । অর্থাৎ চলতি মাসের ১৪ তারিখের মধ্যে ছেড়ে দিতে হবে জায়গা ।
কার্যত এই নোটিশ দেখতেই চক্ষু চড়ক গাছ ব্যবসায়ী ও দখলদারীদের। আর এরই মধ্যে নিজেদের বাসস্থান পেতে ৭০টি পরিবার পাল্লা রোড রেল স্টেশনের সামনে ধর্ণায় বসে। এই মুহূর্তে হঠাৎ কোথায় যাবে তা কুল কিনারা খুঁজে পাচ্ছেন না পরিবার ও ব্যাবসায়ীরা ।
advertisement
advertisement
স্থানীয়রা জানান , দীর্ঘদিন ধরে তাঁরা গুমটি এবং ফুটপাতে বসে ব্যাবসা করে আসছেন । সুতরাং রেল কর্তৃপক্ষ যদি এখান থেকে সরিয়ে দেয় তাহলে বাচ্চাদের নিয়ে বাটি হাতে বসতে হবে । তবে যদি রেল কর্তৃপক্ষ নিজেদের অপ্রয়োজনীয় জায়গা তাদেরকে দেয় তবে উপকৃত হবেন বলেও জানায় স্থানীয়রা।
advertisement
অন্যদিকে রেল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে , রেলের লাইনের ট্রেক বাড়বে , এছাড়াও পাল্লা রোড স্টেশনকে আরো মডিফাই করা হবে। তাই রেলের জায়গা ফাঁকা করা হচ্ছে । এখন দেখার এই প্রায় ৭০টি পরিবার এই মুহূর্তে কোথায় যায় ।
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: রেলের সিদ্ধান্তে বিপাকে পাল্লা রোড রেল স্টেশনের চত্বরের বাসিন্দা ও ব্যবসায়ীরা 
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement