Textile Fair: নজরকাড়া তাঁতের শাড়ি এত কম দাম! কোথায় মিলছে জানলে এখনই ছুটবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
নজরকাড়া তাঁতের শাড়ি রয়েছে কাযোয়ার এই তাঁতবস্ত্র এই মেলায়। শাড়ি ছাড়াও রয়েছে চুড়িদার, কুর্তি সহ মহিলাদের আরও বিভিন্ন ধরনের পোশাক।
পূর্ব বর্ধমান: দুর্গা পুজোর আগে তাঁতিদের কথা মাথায় রেখে, অভিনব উদ্যোগ নেওয়া হল রাজ্য সরকারের তরফে। পুজোর আগেই পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে শুরু হল তাঁতবস্ত্র মেলা। এই তাঁতবস্ত্র মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাঁত শিল্পীরা এসেছেন। সবমিলিয়ে এই মেলাতে ৩০ টি স্টল রয়েছে। প্রত্যেক স্টলের মধ্যেই রয়েছে নজরকাড়া তাঁতের শাড়ি। জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন শতাধিক তাঁতশিল্পী।
এক সময় জেলার তাঁত এবং তাঁতিদের ভাল অবস্থা ছিল। কিন্তু লকডাউনের পর থেকে শিল্পীদের অবস্থা হয়ে গিয়েছে একেবারে শোচনীয়। কিন্তু এখনও অনেক শিল্পী রয়েছেন যাঁরা এই তাঁত শিল্পকে আঁকড়ে ধরেই বেঁচে রয়েছেন। পুজোর আগে শাড়ি বিক্রির আশায় অনেকে কিছু কিছু শাড়ি তৈরিও করেছেন। তাঁতিদের নিজেদের তৈরি শাড়ি যেন সত্যিই নজরকাড়া।
advertisement
আরও পড়ুন: সাংঘাতিক ভয়ঙ্কর…! সব যেন গিলে খাচ্ছে! ২০১৩ সালের ভয়ানক স্মৃতি আবারও ফিরে এসেছে, এবার কী হবে?
advertisement
এই তাঁতবস্ত্র মেলায় সুন্দর সুন্দর নজরকাড়া তাঁতের শাড়ি রয়েছে। শাড়ি ছাড়াও রয়েছে চুড়িদার, কুর্তি সহ মহিলাদের আরও বিভিন্ন ধরনের পোশাক। পুরুষদের জন্যও রয়েছে জামা,পাঞ্জাবির স্টল। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কাটোয়া শহরের ঘোষহাটের হ্যান্ডলুম অফিস প্রাঙ্গণে চলবে এই মেলা। মেলা খোলা থাকবে দুপুর ১২ থেকে রাত্রি ৮ টা পর্যন্ত।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 1:25 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Textile Fair: নজরকাড়া তাঁতের শাড়ি এত কম দাম! কোথায় মিলছে জানলে এখনই ছুটবেন