East Bardhaman News: জেলের জালে উদ্ধার নেতাজির স্মৃতি বিজড়িত আশ্রমের চুরির মাল

Last Updated:

নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত পূর্ব বর্ধমানের কালনার জ্ঞানানন্দ আশ্রমের চুরি যাওয়া বাসনপত্র উদ্ধার হল

পূর্ব বর্ধমান: স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছে কালনার জ্ঞানানন্দ মঠের। এখানে পা রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই মঠেই বসত সশস্ত্র বিপ্লবীদের গোপন বৈঠক। স্বাধীনতা সংগ্রামীদের আখড়া হয়ে উঠেছিল এই জ্ঞানানন্দ মঠ। সম্প্রতি এখানেই রাতের অন্ধকারে চুরি হয়েছিল আশ্রমের বেশ কিছু জিনিস। তাতে নেতাজির স্মৃতি বিজড়িত এই আশ্রমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যায়। তবে পুলিশের তৎপরতায় দিন কয়েকের মধ্যেই উদ্ধার হল চুরি যাওয়া সমস্ত জিনিস।
জ্ঞানানন্দ মঠ সূত্রে জানা গিয়েছে, ৪০-৪৫ বছর আগে একবার চুরি হয়েছিল। তারপর আর তেমন ঘটনা ঘটেনি। কিন্তু সম্প্রতি একদল চোরের হানায় গোটা আশ্রমের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। চুরি গিয়েছিল বহু পুরনো দুটো বড় বড় বগি থালা, একটি কাঁসার গামলা আর একটা বড় কাঁসার হাঁড়ি। মঠ কর্তৃপক্ষ জানিয়েছিল চোরেরা মোট তিনজন এসেছিল।
advertisement
advertisement
চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল কালনা থানার পুলিশ। শনিবার সকালে জ্ঞানানন্দ মঠের মন্দিরের পিছন দিকের একটি পুকুরের মধ্য থেকে বস্তা বন্দি আশ্রমের কাঁসা ও পিতলের বাসনগুলি উদ্ধার হয়। এক স্থানীয় ব্যক্তি মাছ ধরার জন্য ওই পুকুরে জাল ফেলে ছিলেন। সেই জালেই বস্তা বন্দি ওই বাসনপত্র উঠে আসে। এরপর সকল জিনিস মঠ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করে দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: জেলের জালে উদ্ধার নেতাজির স্মৃতি বিজড়িত আশ্রমের চুরির মাল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement