Purba Bardhaman News: পূরণ হচ্ছে না কলেজে ভর্তির আসন! চিন্তা বাড়ছে কলেজগুলির

Last Updated:

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অধিকাংশ কলেজে এখনও ভর্তির সংখ্যার কোটা পূরণ হয়নি। বর্ধমান শহরের রাজ কলেজ, বিবেকানন্দ কলেজ ও উইমেন্স কলেজে লক্ষ্য করা যাচ্ছে সেই চিত্রই।

+
title=

#পূর্ব বর্ধমান : নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অধিকাংশ কলেজে এখনও ভর্তির সংখ্যার কোটা পূরণ হয়নি। বর্ধমান শহরের রাজ কলেজ, বিবেকানন্দ কলেজ ও উইমেন্স কলেজে লক্ষ্য করা যাচ্ছে সেই চিত্রই। কলা বিভাগে ভর্তি মান কিছুটা সন্তোষজনক হলেও বিজ্ঞান বিভাগে তা কিন্তু একদম নয়। বিশেষ করে অর্থনীতি, পরিসংখ্যান বিদ্যায় কোনও কলেজেই মোট আসনের অর্ধেকও ভর্তি হয়নি। যা চিন্তা বাড়াচ্ছে কলেজ কর্তৃপক্ষের। অন্যান্য জেলার মত বর্ধমানেও চলতি বছরে কলেজে ভর্তির সংখ্যা কম।
যেখানে জেলায় জেলায় কলেজের আসন সংখ্যার উর্ধ্বে উঠে যায় পড়ুয়াদের ভর্তির ফর্ম। আর সেখানে অন্যান্য জেলার মত বর্ধমানেও কলেজগুলিতে ভর্তির হাল খারাপ। বর্ধমান শস্য গোলা হলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ কলেজগুলিতে প্রতিবছরই আশপাশের অন্যান্য জেলা থেকে বহু ছাত্র-ছাত্রী আসে পড়াশোনা করতে। তবে এ বছর কলেজ গুলিতে কার্যত মুখ থুবড়ে পড়েছে ভর্তির সংখ্যাটা। যা নিয়ে যথেষ্ট চিন্তিত কলেজ কর্তৃপক্ষগুলি।
advertisement
আরও পড়ুনঃ দুয়ারে সরকার কর্মসূচীতে এসে বিক্ষোভের মুখে রেশন ডিলার
এই অবস্থায় রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ভর্তির জন্য ফের অনলাইন পোর্টাল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তরফে। ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া ফের শুরু করতে পারবে কলেজগুলি বলেই জানা গিয়েছে। এই ভর্তির প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এমনই নির্দেশিকা জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। তবে এর পরও যে সব আসন পূর্ণ হবে সে বিষয়ে নিশ্চিত নয় কোনও কলেজ কতৃপক্ষই ।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: পূরণ হচ্ছে না কলেজে ভর্তির আসন! চিন্তা বাড়ছে কলেজগুলির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement